চালু হচ্ছে বগুড়া বিমানবন্দর

অবকাঠামো নির্মাণের প্রায় দুই যুগ বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিমানবন্দরটি চালুর উদ্দেশে ইতোমধ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার কমিটির সদস্যরা এরুলিয়া বিমানবন্দর পরিদর্শন করেছেন। এ সময় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের যুগ্ম সচিব ইসরাত জাহানও উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যরা বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিন পরিদর্শন করেন। পরে তারা এ বিষয়ে বেবিচককে প্রতিবেদন দেবেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিমানবন্দরের রানওয়ে, বিমান চলাচল কর্তৃপক্ষের আবাসিক ভবন, সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে।

২০০০ সালে প্রকল্পের কাজ শেষ হলেও বিমান চলাচল শুরু হয়নি।

এসএইচ-২৭/১৫/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)