বগুড়ায় বিধিনিষেধ কার্যকরে মাঠে নেমেছে প্রশাসন

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ কার্যকর করতে মাঠে নেমেছে বগুড়া জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণঅভিযান পরিচালনা করেন। তারা সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

শহরের সাতমাথা, বিভিন্ন মার্কেট ও বিপনি বিতানে গিয়ে স্বাস্থবিধি অনুসরণের আহ্বান জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন ও পাপিয়া সুলতানা। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

অভিযানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সদর থানার ওসি সেলিম রেজা শহরের সাতমাথায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং সকলকে স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানান।

এদিকে, শহরে চলাচলকারীদের মাঝে স্বাস্থবিধি মেনে চলতে উদাসীনতা দেখা গেছে, অধিকাংশ মানুষ মাস্ক ছাড়া চলাচল করছে। অনেকেই মাস্ক ছেড়ে এসেছেন, ভুল করে পড়েননি এ ধরনের নানা রকম অযুহাত তুলে ধরেন।

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক জানান, ১১ দফা নির্দেশনা কার্যকরসহ জনসচেতনতা সৃষ্টি করতে উপজেলা পর্যায়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ইউএনও ও সহকারী কমিশনাররা কাজ শুরু করেছেন।

এসএইচ-১৯/১৩/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)