চালক ঘুমে, দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির

চালকের ঘুম চোখে গাড়ি চালানোর মাশুল দিলেন প্রবীণ দম্পতি। ঢাকা থেকে নওগাঁয় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়ার তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। এতে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী রওশন আরা (৬৫)।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ময়নুল হোসেন (৭৫) ও চালককে উদ্ধার করে দুপচঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান ময়নুল হাসান। চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, তাদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে। গাড়ির চালক শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত দম্পতি রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডলের শ্বশুর-শাশুড়ি। জয়পুরহাটের আক্কেলপুরে বাড়ি হলেও দীর্ঘদিন এই দম্পতি থাকছেন ঢাকার মোহাম্মদপুরে।

এসএইচ-২৩/০৮/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)