সন্তানদের মৃত্যুমুখে ঠেলে দিচ্ছেন অভিভাবকরাই!

বগুড়ায় কম বয়সী চালকদের বেপরোয়া গতির কারণে সড়কে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। নিয়মিত অভিযান চালিয়ে শহরের ভেতরের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও মহাসড়কে ঝরছে প্রাণ।

এদিকে পুলিশ বলছে, সড়ক দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি যথেষ্ট নয়, পরিবারকেও দায়িত্ব নিতে হবে।

চলতি বছরের ২৩ জুলাই বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম বর্ষের দুই শিক্ষার্থী। গুরুতর আহতাবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছেন তাদের আরেক সহপাঠী। একই দিন শেরপুরে বাসের ধাক্কায় প্রাণ হারান আরেক মোটরসাইকেল আরোহী।

পাঁচ দিন পর ২৮ জুলাই সেই বাইপাসের আরেক প্রান্তে মানিকচক এলাকায় একইভাবে দুর্ঘটনায় প্রাণ হারায় এসএসসি পরীক্ষার্থীসহ অপর এক কলেজছাত্র। বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলছেন খোদ নিহতের অভিভাবক।

অনেকে আবার সোশ্যাল মিডিয়ার কনটেন্ট বানাতে ব্যস্ত সড়কেও স্ট্যান্ড করছেন নির্দ্বিধায়। তাই সচেতনভাবে চলাচল করলেও অনেক সময় বাইকারদের বেপরোয়া চলাচল নিয়ে বিপাকে পড়ার অভিযোগ বাস-ট্রাক চালকদের।

বাস-ট্রাকের চালকরা বলছেন, ‘বাইক চালকরা এলোমেলোভাবে চালায়, এতে আমাদের সমস্যা হয়। সামনে এসে ডান-বাম-ঘুরানি দেয়, হুট করেই বাঁ থেকে ডান দিকে চলে আসে। অনেক সময় স্পিডে ছুটে এসে গাড়ির সামনে আছড়ে পড়ে। আর সব দোষ আমাদেরই হয়।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযান চালাচ্ছে বগুড়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। যেখানে কম বয়সী, লাইসেন্স ও হেলমেটবিহীন চালকদের মোটরসাইকেল জব্দ করা হচ্ছে। কিছু ক্ষেত্রে অভিভাবক ডেকেও সতর্ক করা হচ্ছে।

কেবল প্রশাসনের নজরদারি যথেষ্ট নয়। অপ্রাপ্তবয়স্ক সন্তানদের মোটরসাইকেল কিনে দিয়ে যারা মৃত্যুমুখে ঠেলে দিচ্ছেন; সেই অভিভাবকদেরও হতে হবে সচেতন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, অভিভাবকদের আহ্বান জানাব তারা যেন তাদের সন্তানদের এ বিষয়ে সচেতন করেন।

এর আগে ৬ মে শহরের ফুলদীঘি এলাকায় মহাসড়কে ট্রাকচাপায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীর মৃত্যু ঘটে। গেল ডিসেম্বরের ১৭ তারিখ শাজাহানপুরের মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ যায় এক স্কুলছাত্রের। সব মিলিয়ে বগুড়ায় গত আট মাসে কেবল মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত সাত শিক্ষার্থী।

এসএইচ-১৪/০৩/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)