রাতে নিখোঁজ, সকালে কচুক্ষেতে মিলল ফাহিমের মরদেহ

বগুড়ার শাজাহানপুরে ফাহিম ফয়সাল শিশির নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই উপজেলার সাজাপুর বানারশি গ্রামের এক কচুক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, সোমবার রাত থেকে নিখোঁজ ছিল ফাহিম।

ফাহিম (১৬) সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন সাজুর ছেলে। সে বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

এ বিষয়ে এসআই শামীম জানান, সোমবার রাত ১০টা পর্যন্ত ফাহিমকে গ্রামে ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। এরপর তাকে আর গ্রামে দেখা যায়নি। পরে মঙ্গলবার সকালে স্থানীয়দের দেয়া খবরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার রাতে বাড়ি ফেরেনি ফাহিম। স্থানীয় কিছু কিশোরদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এ দ্বন্দ্বের জেরে উপর্যুপরি ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে।

এসআই শামীম আরও জানান, ফাহিমের শরীরে ছোট ছোট অনেক ক্ষত রয়েছে। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের কারণ জানতে ও জড়িতদের ধরতে অভিযান চলছে।

এসএইচ-১৬/০৯/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)