বগুড়ায় বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া গেছে। বুধবার সকালে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক ইমতিয়াজ আহম্মেদ।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পথচারীরা ফলজ বাগানে যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যুবকের নাম পরিচয় কিছুই জানা যায়নি।
নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে লুঙ্গি এবং টিশার্ট রয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) শাহীনুজ্জামান জানান, কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। নিহত যুবককে স্থানীয়রাও চেনে না। পরিচয় পাওয়া গেলে দ্রুত ঘটনার রহস্য উদঘাটন হবে।
এসএইচ-০৭/০৫/২৩ (উত্তরাঞ্চল ডেস্ক)