রাবির জনসংযোগ প্রশাসকের সঙ্গে চারঘাট থানা সমিতির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের সঙ্গে চারঘাট থানা সমিতির নতুন নেতৃবৃন্দু সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা। চারঘাটের শিক্ষার্থীদের পাশে সর্বদা এই সমিতি কাজ করবে। এছাড়া শিক্ষার্থীদের একাডেমির পাশাপাশি অনান্য বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট করতে ভুমিকা রাখবে।’

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমিতির সভাপতি অর্নব আল মামুন, সাধারণ সম্পাদক মোস্তফা হাসান সিজার, মতিহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাংগুয়েজের সেকশন অফিসার মো. আব্দুল্লা আল মামুন, সাবেক ছাত্রনেতা মুক্তার হোসেন, সমিতির সাবেক সভাপতি মেহেদী হাসানসহ আরো অনেকে।

এলএস- (নিজস্ব প্রতিবেদক)