চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত থেকে আব্দুর রহিম (২২) নামে এক বাংলাদেশি রাখালের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা বলছেন, ভোররাতে ভারতে গরু আনতে যাওয়ার সময় ভারতের শুখদেবপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যদের গুলিতে আব্দুর রহিম নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন জানান, সকালে স্থানীয়রা কিরণগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশ ভূখন্ডের ৫শ গজ ভেতরে আব্দুর রহিমের বাড়ির পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। ময়নাতদন্তের পর আব্দুর রহিমের মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বিএ-০৪/১৭-১২ (উত্তরাঞ্চল ডেস্ক)