চাঁ’নবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার ভোরে স্থানীয়রা সীমান্তের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত বিশু (২১) উপজেলার সাহাপাড়া গ্রামের চটকপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বিশু অন্যদের সঙ্গে শুক্রবার রাতে ভারতে গরু আনতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বিএসএফের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসার সময় ভোরের কোনো এক সময় বাংলাদেশ ভূখণ্ডে বিশুর মৃত্যু হয়।

এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, সীমান্ত থেকে ২ কিলোমিটার দূরে ধানক্ষেতে বিশুর লাশ পড়ে ছিল। পরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সীমান্তে গোলাগুলির কথা অস্বীকার করেছে।

শিবগঞ্জ থানার এসআই মুকুল চন্দ্র জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসএইচ-৩৭/২০/১৯ (উত্তরাঞ্চল ডেস্ক)