যুবলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা মুনিরুল ইসলাম হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী নিহত মুনিরুলের স্ত্রী রহিমা বেগম ও সরকারি পক্ষের কৌশুলি আঞ্জুমান আরা।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা বলেন, ২০১৪ সালের ২৪ অক্টোবর সোনামসিজদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশেনের কোষাধ্যক্ষ ও যুবরীগ নেতা মুনিরুল ইসলামকে আখেরুল ইসলামসহ বেশ কয়েকজন দাওয়াত খাওয়ার নাম করে নিয়ে গিয়ে শিবগঞ্জ স্টেডিয়ামের পেছনে গুলি করে হত্যা করা হয়। সোনা মসজিদ স্থলবন্দরের চাঁদাবাজীর টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এ হত্যারকাণ্ডের ঘটনা ঘটে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) মতিউর রহমান বলেন, ২০১৫ সালের ১৫ জুন ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় দেন।

বিএ-০৪/২০-০৬ (উত্তরাঞ্চল ডেস্ক)