চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে রেজাউল করিম (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছাবানিয়া গ্রামের মো. জোহাকের ছেলে।

সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, রেজাউল করিম নাস্তা করার সময় বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ যানা যাবে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জেলা কারাগারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হয়েছে।

এদিকে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নুরুন নাহার জানান, মৃত রেজাউল কমির বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে, বিচারাধীন একটি মামলার আসামি মো. রেজাউল করিম গত ৭ জুন থেকে জেলা কারাগারে বন্দি ছিলেন।

এসএইচ-০৫/২০/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)