চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুজনের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে আনসার আলী (৫৫) নামে এক ভিক্ষুকসহ দুইজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে সদরে পৃথক ঘটনায় আত্মহত্যা করেন তারা। তাদের একজন ভিক্ষুক আনসার আলী এবং অপরজন নূর আলম রাজিব নামে ১৬ বছর বয়সী এক কিশোর।

জানা গেছে, রাতে জেলার সদর থানার বারোঘরিয়া এলাকার একটি আম বাগানে গলায় ফাঁস দিয়ে আনসার আলী আত্মহত্যা করেন।

মৃত আনসার আলী জেলার মহারাজপুর ঘোসালডিহি গ্রামের মৃত আরমান দেওয়ানের ছেলে।

খবর পেয়ে শুক্রবার সকালে মৃতের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। এলাকাবাসী জানায়, মৃত আনসার আলী শারীরিক প্রতিবন্ধী এবং পেশায় ভিক্ষুক ছিলেন।

অন্যদিকে, পিকনিকের টাকা না পাওয়ায় অভিমানে আত্মহত্যা করেন নূর আলম রাজিব নামের এক কিশোর। মৃত রাজিব চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকর বাটি মোন্নাপাড়া গ্রামের রমজান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বন্ধুদের সঙ্গে পিকনিকের জন্য টাকা চেয়ে মায়ের কাছে বায়না ধরে রাজিব। টাকা না পেয়ে অভিমান করে আত্মহত্যা করে ওই কিশোর। খবর পেয়ে রাতে সদর মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মৃতদেহ দুটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুটি ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এসএইচ-১১/১৫/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)