সমালোচনার বেড়াজাল থেকে বেরই হতে পারছে না ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম। বাজে আউটফিল্ডের কারণে এই মাঠের ওপর ধেয়ে আসছে একের পর এক মন্তব্য। প্রাকৃতিক সৌন্দর্য আর মনোরম পরিবেশের কারণে সুনাম কুড়ালেও আউটফিল্ডের কারণে নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছে ধর্মশালা।
আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচের দিনে মাঠের বিভিন্ন প্রান্তে উড়ছিল ধুলো। রান-আপ নিতে গিয়ে পা ভারি হয়ে যাচ্ছিল বোলারদের। এমনকি ফিল্ডারদের ডাইভেও প্রচুর ধুলো উড়তে দেখা গেছে। এ ছাড়া মাঠের কোথাও ঘাসের পরিমাণ বেশি, আবারও কোথাও এতই কম যে দূর থেকেই মাটি দেখা যাচ্ছিল।
ম্যাচ চলাকালীন ধারাভাষ্য বক্সেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। আউটফিল্ড ইস্যু নিয়ে মজাও করেন ধারাভাষ্যকাররা। এই সময়ে ড্রোন শটে পার্শ্ববর্তী একটি স্কুল মাঠ দেখানো হচ্ছিল। তখন মজা করে ম্যাথু হেইডেন বলে ওঠেন, এই দুই মাঠের আউটফিল্ডই কাছাকাছি মানের। আউটফিল্ড ইস্যুতে সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইনও হাসাহাসি করেন।
ম্যাচ শেষে দুই দলের প্রতিনিধির কাছেই ছুড়ে গিয়েছিল আউটফিল্ড নিয়ে প্রশ্ন। তবে বিষয়টি কৌশলে এড়িয়ে যান বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে আফগান কোচ জোনাথন ট্রটের বার্তা, ডাইভ দিলে সমস্যা হতে পারে।
আইসিসির ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পাঁচটি ম্যাচ হবে ধর্মশালায়। এরমধ্যে গত ৭ অক্টোবর হিমাচলের মাঠটিতে হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ।
একই ভেন্যুতে আগামী ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগাররা। এর আগেই ধর্মশালার আউটফিল্ড নিয়ে অনেকেই ইনজুরিতে পড়ার বেশ শঙ্কার কথা বলছেন। আর এ নিয়ে স্বভাবতই দুশ্চিন্তায় টাইগার ও ইংলিশ টিম ম্যানেজমেন্ট।
এমন পরিস্থিতিতে বেন স্টোকসকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এবার এতকিছুর পর নড়েচড়ে বসেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। ইংল্যান্ড ও বাংলাদেশের ম্যাচের আগে বেশকিছু পরিবর্তনের আভাস মিলেছে ধর্মশালায়।
এ বিষয়ে আইসিসির একজন মুখপাত্রের ভাষ্য, আইসিসি পিচ অ্যান্ড আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অধীনে ম্যাচ অফিশিয়ালসরা পিচ ও আউটফিল্ডের পরিস্থিতি মূল্যায়ন করে থাকেন। বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচের আউটফিল্ডকে ‘অ্যাভারেজ’ রেট দেওয়া হয়েছে। উপরন্তু আইসিসির ইন্ডিপেনডেন্ট পিচ কনসালট্যান্ট আউটফিল্ড দেখেছেন। তিনি এবং পরবর্তী ম্যাচের রেফারি জাভাগাল শ্রীনাথ আউটফিল্ডের কন্ডিশনে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে এক প্রতিবেদনে ক্রিকইনফো জানিয়েছে, শনিবার বাংলাদেশের ম্যাচের পর এবং রোববার বিকেলে মাঠে পানি দেওয়া হয়েছে। বিশেষ করে বোলারদের রান–আপ অঞ্চলে। মঙ্গলবার বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচে নতুন পিচে খেলা হবে।
অন্যদিকে ধারণা করা হচ্ছে, ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের এলাকা হওয়ার কারণেই নাকি বিশ্বকাপে এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে এই ভেন্যুটি।
উল্লেখ্য, ধর্মশালায় আগামী ১৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস, ২২ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড এবং ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ রয়েছে।
এসএ-০৬/১০/০৯(স্পোর্টস ডেস্ক)