একবুক আশা নিয়ে সেমিফাইনালে খেলার মিশনে বিশ্বকাপে যাত্রা শুরু করে বাংলাদেশ। সেই যাত্রার শুরুটা আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয়ের মধ্য দিয়ে করলেও দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে হোঁচট খেয়েছে বাংলাদেশ।
সেই হোঁচটের পর সাকিব বাহিনীকে ফেলে দেওয়া হয়েছে কাগজকলমের হিসাবে কিছুটা ব্যাকফুটে। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার মিশনে টাইগারদের সামনে এখন কিউই পরীক্ষা। সেমির দৌড়ে টিকে থাকতে সে পরীক্ষায় পাস ভিন্ন উপায় থাকলেও ফেল করলে দিতে হবে কঠিন মাশুল।
কেননা সে সময় সেমির পথটা আর মসৃণ থাকবে না সাকিব বাহিনীর। হয়ে উঠবে সেটি বন্ধুর এক পথ।
আর এমন যাত্রার শুরুতেই টাইগারদের প্রতি বিস্ফোরক মন্তব্য করলেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সক্ষমতা নেই।
স্টিড বলেন, ‘অবশ্যই ম্যাচ দুটি সহজ হবে না। তবে এই দুই দল সম্ভবত সেই ৬-৭ দলের অন্তর্ভুক্ত নয়, যারা সত্যিকার অর্থে নিজেদের বিশ্বকাপ জয়ের দাবিদার বলতে পারে।’
কথাগুলো অহংকারের বশবর্তী হয়ে বলেছেন কি না সে প্রশ্নের জবাবে কিউই কোচ বলেন, ‘আমরা অহং বোধ ছেঁটে ফেলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে চাই।’
এম চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে স্পিন বিষে কাবু করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। আর সেই অস্ত্র দিয়েই বাংলাদেশকে ঘায়েল করতে চায় ব্ল্যাক ক্যাপসরা।
স্টিড বলেন, ‘প্রথম ম্যাচে রাচিন অবিশ্বাস্য ব্যাট করেছে। সে সুযোগ কাজে লাগিয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে বল হাতেও দারুণ করেছে। আমি নিশ্চিত কালও সে বল হাতে স্পিনের সুবিধা আদায় করে নিতে চাইবে।’
এসএ-০৫/১০/১২(স্পোর্টস ডেস্ক)