ভারত-পাকিস্তান ম্যাচে আলোচনায় ৪ লড়াই

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বিবেচিত হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। শনিবার গুজরাটের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগে আলোচনায় দুই দলের মধ্যকার ৪ লড়াই।

রোহিত বনাম শাহিন : সাম্প্রতিক সময়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির গতির সামনে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। গেল মাসে এশিয়া কাপে পাল্লেকেলেতে রোহিতের অফ-স্ট্যাম্প উড়িয়ে দিয়েছিলেন শাহিন। ব্যক্তিগত মাত্র ১১ রানেই নিজের উইকেট বিলিয়ে দেন রোহিত। তবে কলম্বোতে পরের ম্যাচে বেশ দেখেশুনে খেলেন ভারতীয় অধিনায়ক। যদিও এই দুজনের দ্বৈরথ শুরু ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। নিজের প্রথম ওভারেই পেস ও সুইংয়ে রোহিতকে শূন্য রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন শাহিন।

কোহলি বনাম রউফ : গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিস রউফের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন বিরাট কোহলি। পাকিস্তানের দেওয়া ১৬০ রানের টার্গেটে শেষ দিকে রউফের ওভারে দুটি বিশাল ছক্কা হাঁকান বিরাট। ছক্কাগুলো ‘সহজাতপ্রবৃত্তি’ ছিল বলেও পরে জানান বিরাট। তাই এবারও রউফের সঙ্গে কোহলির ঠান্ডা লড়াইয়েরই আভাস পাওয়া যাচ্ছে।

বাবর বনাম বুমরাহ : ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের ক্ষমতা সম্পর্কে ভালোই ধারণা পেয়েছিলেন বুমরাহ। ‘ইয়র্কার কিং’ বুমরাহসহ অন্য পেসারদের অনায়াসেই খেলেন বাবর। সাবলীল ব্যাটিংয়ে রিজওয়ানকে সঙ্গে নিয়ে নিশ্চিত করেন ১০ উইকেটের জয়। কিন্তু এশিয়া কাপের ১৬তম আসরে বাবর বাহিনীকে ভালোই শিক্ষা দিয়েছে বুমরাহ ও তার সতীর্থরা। ভারতের ২২৮ রানের জবাবে ১২৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। বুমরাহর বেশ কয়েকটি ডেলিভারি খেলতে ব্যর্থ বাবর।

ইফতিখার বনাম কুলদ্বীপ : মিডল অর্ডারে বেশ কার্যকরী ভূমিকা রাখেন ইফতিখার আহমেদ। কিন্তু দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদবের কাছে ২৩ রানে নতি স্বীকার করতে বাধ্য হন ইফতিখার। ওই ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদ্বীপ। আর শনিবারের (১৪ অক্টোবর) ম্যাচে ইফতিখারের মূল দায়িত্বই হবে মিডল-অর্ডারে ভারতীয় স্পিনারদের প্রতিরোধ করা।

এদিকে এই ম্যাচ নিয়ে আগ্রহের কোনো কমতি নেই দর্শকদের। আর সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন চালুর কথা ভাবা হচ্ছে।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার মুম্বাই থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে এক জোড়া বিশেষ ট্রেন পরিচালিত হবে। আজ (১২ অক্টোবর) ট্রেন দুটির টিকিট বুকিং করতে হবে। শুক্রবার রাত সাড়ে ৯টা এবং রাত ৪টায় চলবে ট্রেন দুটি। এরপর ভোর সাড়ে ৫টা এবং দুপুর সোয়া ১২টায় ট্রেন দুটি আহমেদাবাদে পৌঁছাবে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ভারত-পাকিস্তানের মাঠের লড়াইয়ের আগে আয়োজিত হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় ৩০ মিনিট হবে জমকালো এই অনুষ্ঠান।

এদিকে এই ম্যাচকে ঘিরে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে ১১ হাজার ভারতীয় নিরাপত্তাকর্মী। আর শচীন টেন্ডুলকার, দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত এবং বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের হাতে দেওয়া হয়েছে বিশ্বকাপে গোল্ডেন টিকিট।

জানা গেছে, বলিউড তারকাদের নিয়ে অনুষ্ঠানটি স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে শুরু হবে। ১টা ১০ মিনিটে শেষ হবে অনুষ্ঠানটি। এরপরই মাঠে নামবেন ক্রিকেটাররা।

ভারত-পাকিস্তান ম্যাচ সরাসরি দেখতে ভারতে উড়াল দিয়েছেন পিসিবি সভাপতি জাকা আশরাফ। এ ছাড়া পাকিস্তানের ২০-২৫টি মিডিয়াকেও আহমেদাবাদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।

এসএ-০৩/১০/১৩(স্পোর্টস ডেস্ক)