বিশ্বকাপে ভারতের মাঠে পাকিস্তান দুটি ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যে। কিন্তু পাকিস্তানের দর্শক এবং সাংবাদিক কেউই উপস্থিত ছিলেন না ভারতের স্টেডিয়ামে। বিশ্বকাপ শুরুর নয় দিন শেষ হয়ে গেলেও ভিসা পাচ্ছিলেন না পাকিস্তানি দর্শক এবং সাংবাদিকদের কেউই।
অবশেষে নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে ভারতের ভিসা পেয়েছেন পাকিস্তানের সাংবাদিকরা। দেশটির ৬০ জন সাংবাদিককে ভারত সফরের ভিসা দিয়েছে নয়া দিল্লি।
শনিবার ভারত-পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। পাকিস্তানের গণমাধ্যম থেকে জানা যায়, হাড্ডাহাড্ডি এই ম্যাচে উপস্থিত থাকবেন পাকিস্তানের ৬০ জন সাংবাদিক। তাদের প্রত্যেককে ভারতের হাইকমিশনের পক্ষ থেকে ফোন করে ভিসা মঞ্জুরের ব্যাপারে জানানো হয়েছে। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফকেও ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতে আমন্ত্রিত পাকিস্তানের সাংবাদিকরা বিশ্বকাপের সব ম্যাচ কাভার করতে পারবেন। এর আগে বিশ্বকাপ শুরুর নয়দিন চলে গেলেও ভারতের ভিসা পাচ্ছিলেন না পাকিস্তানের সংবাদকর্মী ও সমর্থকেরা।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে বিষয়টি নিয়ে জানানো হলেও, কাজের কাজ কিছুই হয়নি। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান সরকারের কাছে দ্বারস্থ হন। ভারত-পাকিস্তান ম্যচের একদিন আগে ভিসা মঞ্জুর করেছে ভারতের হাইকমিশন।
এসএইচ-০৬/১৩/২৩ (স্পোর্টস ডেস্ক)