‘ক্রিকেট ক্লাসিকো’ লড়াইটা ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং

ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় লড়াইগুলোর একটি ভারত-পাকিস্তান মহারণ। কিন্তু দুই দেশের রাজনৈতিক অস্থিরতায় এখন কেবল এশিয়া কাপ নয়তো আইসিসির কোন ইভেন্টেই দেখা হয় দুই দেশকে। তাইতো বিশ্বকাপের মেগা মঞ্চে এই দ্বৈরথ বাড়তি উত্তাপ ছড়ায় সমর্থকদের মাঝে। আবারও সেই দ্বৈরথ দেখার সুযোগ এসেছে ক্রিকেট ভক্তদের।

চলতি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামছে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে।

ভারত পাকিস্তান দু’দলই আছে ভালো ছন্দে। ভারত নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করার পর আফগানদের হারিয়েছে হেসেখেলে। পাকিস্তান ম্যাচে ভারতের সেরা শক্তি-ব্যাটিং। দারুন ফর্মে আছেন অধিনায়ক রোহিত শর্মা। আফগানদের বিপক্ষে তিনি সেঞ্চুরি পেয়েছেন। মিডল অর্ডারে ভিরাট কোহলি আর লোকেশ রাহুলের ব্যাটেও বইছে রানবন্যা। লোয়ার মিডল অর্ডারে ঝড় তোলার জন্য হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শারদুল ঠাকুরের মতো ব্যাটাররাও রয়েছেন।

ভারতীয় স্পিনাররাও দারুন ছন্দে আছেন। বিশেষ করে কুলদীপ যাদব কাপন ধরাতে পারে পাকিস্তান শিবিরে। তবে ভারতের পেস ডিপার্টমেন্টের অফ ফর্ম ভাবাচ্ছে রোহিতকে। জাসপ্রিত বুমরা ছাড়া অন্যরা প্রত্যাশিত পারফর্ম করতে পারছেন না। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, পাকিস্তান ম্যাচে সিরাজের পরিবর্তে মোহাম্মদ শামিকে সুযোগ দেয়া হতে পারে একাদশে।

অন্যদিকে, পাকিস্তানের বড় সমস্যা ওপেনিং। ইমাম উল হকের রান না পাওয়াটা দুঃশ্চিন্তার কারণ। ভারত ম্যাচের আগে আব্দুল্লাহ শফিকের সাথে ফখর জামান ফিরতে পারেন একাদশে। ভারতের বিপক্ষে বড় স্কোর করতে মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক ও সৌদ শাকিলকে ধরে রাখতে হবে ধারাবাহিকতা। তবে সবচেয়ে বেশি প্রয়োজন বাবর আজমের রানে ফেরাটা।

তবে পাকিস্তানের শক্তির জায়গা হলো, বোলিং লাইন। শাহীন শাহ আফ্রিদি আর হাসান আলী শুরুতে ব্রেক থ্রু দিতে পারলে কাজটা সহজ হবে পাকিস্তানের জন্য। সেই সাথে পেসার হারিস রউফ ও দুই স্পিন অলরাউন্ডার ইফতেখার ও সাদাব খানও ভোগাতে পারে ভারতীয় ব্যাটারদের।

অতীতের মুখোমুখি পরিসংখ্যানে পাকিস্তান ভারতের চেয়ে এগিয়ে। ভারতের ৫৬ জয়ের বিপরীতে পাকিস্তান জয় পেয়েছে ৭৩টিতে। তবে ওয়ানডে বিশ্বকাপে ৭ বারের দেখায় কখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এবার সেই বৃত্ত ভাঙ্গার পালা বাবরদের। ওয়ানডেতে সবশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিলো পাকিস্তান। এরপর আর এই ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পায়নি দলটি।

এসএইচ-০৩/১৪/২৩ (স্পোর্টস ডেস্ক)