বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে লজ্জার রেকর্ড ভাঙতে মরিয়া পাকিস্তান

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের রেকর্ডটা শতভাগেই রাখতে চায় টিম ইন্ডিয়া। আর সেই পাপ মোচন করতে বরাবরের মতো এবারও প্রতিজ্ঞ বাবর আজমের দল। দু’দলের র‍্যাঙ্কিং আর সাম্প্রতিক ফর্মও দিচ্ছে জমজমাট লড়াইয়ের আভাস। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

পাক-ভারত ক্রিকেট ম্যাচ। ক্ষনিকের জন্যে হলেও যে খেলা থামিয়ে দেয় দু’দেশের সীমান্তে রক্তক্ষয়ী লড়াই। হাজারো ব্যস্ততা দূরে ঠেলে টেলিভিশনের সামনে বসিয়ে দেয় কোটি সমর্থককে। বিশ্বকাপে ব্যাট-বলের সেই মহারণ মঞ্চায়নে প্রস্তুত আহমেদাবাদের লক্ষাধিক আসনের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচে এবার ঘি ঢেলে দিয়েছে দুই শিবিরের র‍্যাঙ্কিং আর সাম্প্রতিক ফর্ম। ওয়ানডেতে এক নম্বরে ভারত আর দু’নম্বরের পাকিস্তান। আসরে টানা দু’ম্যাচ জিতেছে দু’দলই।

পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে স্বাগতিকদের। ৯২ থেকে সবশেষ ২০১৯। ওয়ানডে বিশ্বআসরে সাত ম্যাচ খেলে এখনও প্রতিবেশিদের কাছে হারেনি টিম ইন্ডিয়া। তবে এবার সে অভিশাপ থেকে মুক্ত হতে চায় বাবর আজমের দল।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, অতীত নয় বর্তমান নিয়েই ভাবছি, আর রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমার এ দলটার প্রতি দৃঢ় বিশ্বাস আছে। প্রথম দু’ম্যাচে যে ক্রিকেট খেলেছি আশা করি তা ধরে রাখতে পারব।

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমার মনে হয় না পরিসংখ্যান কাউকে এগিয়ে রাখে। নতুন একটা ম্যাচ খেলতে যাচ্ছি। আর পাকিস্তান মানসম্পন্ন দল। ওদের বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। তবে আমরাও প্রস্তুত।

তবে ওয়ানডে পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে। দু’দলের ১৩৪ দেখায় ৭৩ জয় মেন ইন গ্রিনের। যার মধ্যে ভারতের মাটিতেই জিতেছে ১৯টি। বরাবরের মতো এবারও লড়াইটা ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং ইউনিটের। তবে স্পটলাইটে থাকবেন দু’দলের দুই ব্যাটিং আইকন বিরাট কোহলি ও বাবর আজম।

রোহিত শর্মা বলেন, গ্যালারির সমর্থন সবসময় ভালো খেলতে সাহায্য করে। আমার অভিজ্ঞতা তাই বলে। ফ্যানদের পাশে পাওয়া আমাদের জন্য বাড়তি অ্যাডভান্টেজ। তবে দিনশেষে আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে।

বাবর আজম বলেন, ভারত-পাকিস্তান সবসময়ই বিগ ম্যাচ। তবে আমরা চাপ নিচ্ছি না। আহমেদাবাদের স্টেডিয়ামে অনেক বড় এটা সত্যি। কিন্তু আমরা এমসিজিতেও খেলে অভ্যস্ত। জানি গ্যালারি ভারতের পক্ষেই থাকবে। তাদের সামনে ভালো খেলে আমরা দেখিয়ে দিতে চাই।

হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে পুরো স্টেডিয়াম এলাকা। দায়িত্বে থাকবেন এগারো হাজার নিরাপত্তাকর্মী।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, যশপ্রীতি বুমরাহ ও মোহাম্মদ শামি।

এসএইচ-০৪/১৪/২৩ (স্পোর্টস ডেস্ক)