সাকিবের পেশিতে চিড়, ভারতের বিপক্ষে কি খেলবেন?

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর ম্যাচ শেষ না হতেই ছুটতে হয়েছে হাসপাতালে। যে কারণে ম্যাচের শেষদিকে ছিলেন না সাকিব। আজ টিম সূত্রে জানা গেছে, তার পেশিতে চিড় ধরা পড়েছে।

সাকিবের ইনজুরির চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে পায়নি বাংলাদেশ। রিপোর্ট পেলে বাকিটা জানা যাবে বলে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ওর (সাকিব) পেশিতে চিড় ধরা পড়েছে, এখনও রিপোর্ট আসেনি। আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবে।’

চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে খেলতে নেমে শুরুর দিকে স্ট্রাগলই করছিলেন টাইগার অধিনায়ক। পরবর্তীতে মানিয়েও নিচ্ছিলেন সব। তবে রাচিন রবীন্দ্রের বলে সিঙ্গেল নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পান সাকিব। তাৎক্ষণিক মাঠে খানিকটা সেবা শুশ্রূষা করেন ফিজিও।

পরবর্তীতে আবারও ব্যাট করেন অধিনায়ক, আউট হওয়ার আগে করেন ৪০ রান। এরপর বল হাতেও নিজের কোটার ১০ ওভার শেষ করেন। পরে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে সোজা গিয়েছিলেন হাসপাতালে।

ম্যাচ শেষে তাই সাকিব কথা বলতে আসেননি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেও। আর অধিনায়কের পরিবর্তে আসেন সহ-অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এ সময় জানান, তিনি (সাকিব) হাসাপাতালে স্ক্যান করার উদ্দেশে গিয়েছেন। চোট কতটা গুরুতর তা চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই বুঝতে পারবে টিম ম্যানেজমেন্ট।

সাকিবের চোটের কারণে বাংলাদেশের সমর্থকদের কপালে এখন চিন্তার ভাঁজ। তিন ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখতে বড় ভরসা হতে পারেন সাকিব। এমন অবস্থায় অধিনায়ক না থাকা দলের জন্য বড় সমস্যা। অনাকাঙ্ক্ষিত সেই সমস্যার মুখে পড়েছে বাংলাদেশ দল। আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে খেলতে পারবেন তো সাকিব?

এসএ-০৩/১০/১৪(স্পোর্টস ডেস্ক)