বড় টুর্নামেন্ট খেলতে এলে ম্যাচ ডের বাইরে কিছুটা নির্ভার থাকার চেষ্টা করে বাংলাদেশ দল। প্রায়ই দেখা যায় রাখা হচ্ছে ঐচ্ছিক অনুশীলন। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারের পর ক্রিকেটারদের শরীর মন হয়ে পড়েছে আরও ক্লান্ত। পুনেতে ভারত ম্যাচের আগে তাই লম্বা বিশ্রাম দেওয়া হচ্ছে তাদের।
শুক্রবার রাতে চেন্নাইতে কিউইদের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ দল শনিবার দুপুরে উঠে ফ্লাইটে। আইসিসিরি ভাড়া করা বিমানে বিকাল চারটার দিকে পুনেতে নামেন তারা। চতুর্থ ম্যাচের ভেন্যুতে এসেই একদম পুরো ছুটি পাচ্ছেন সাকিব আল হাসানরা।
ভ্রমণ থাকায় শনিবার এমনিতেও কোন কার্যক্রম ছিল না। রবি ও সোমবারও পুরোপুরি ছুটি দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার ভারত ম্যাচের আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে দুদিন অনুশীলনের সুযোগ মিলবে। আপাতত সেই দুদিনের দিকে তাকিয়ে দলকে পুরোপুরি চাঙা রাখার ব্যবস্থা হচ্ছে।
চেন্নাইতে বড় হারের পর মিক্সড জোনে সহকারি কোচ নিক পোথাসও জানান দলের বিশ্রামের প্রয়োজনীয়তা, ‘আমাদের আপাতত খুব ভালো বিশ্রাম দরকার। বিশ্বকাপে মুশকিল হলো একটার পর একটা ম্যাচ দ্রুতই চলে আসে।
একেকটি ম্যাচ অনেক চাপের। প্রতিটি ম্যাচই শক্তি অনেক শুষে নেয়। একটা চক্রের ভেতর পড়ে যেতে হয়। অনুশীলন করলে ফল মিলবে মনে হলেও আসলে তা না। আমাদের ক্রিকেটারদের শারীরিক ও মানসিক বিশ্রাম প্রয়োজন। সতেজ হয়ে আমরা ভারতের ম্যাচের জন্য প্রস্তুত হবো।’
এসএইচ-১৭/১৪/২৩ (স্পোর্টস ডেস্ক)