বিশ্বকাপে মাঠের খেলার বিচারে দুই মেরুতে অবস্থান করছে ভারত এবং বাংলাদেশ। টানা তিন ম্যাচ জিতে ভারত যখন উড়ছে। তখন টানা দুই হারে বিপর্যস্ত বাংলাদেশ। এই দুই দলই এবার মুখোমুখি হচ্ছে নিজেদের পরের ম্যাচে। আগামী বৃহস্পতিবার পুনেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। শক্তিমত্তার বিচারে ভারত বেশ অনেকটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বেশ উত্তাপ ছড়িয়েছে দুই দলের লড়াই।
এই ম্যাচ ঘিরে এবার যেন বিতর্ক উসকে দিল বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ম্যাচের আগে বরাবরের মতোই বিশেষ একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছে তারা। যেখানে বাংলাদেশকে কিছুটা খোঁচাই দিয়েছে প্রতিষ্ঠানটি।
৩০ সেকেন্ডের যে বিজ্ঞাপনচিত্র তৈরি করেছে স্টার স্পোর্টস, শুরুতে দেখানো হয় ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে। ব্যাটিং স্ট্যান্স নিয়ে দাঁড়ানো তিনি। এরপরেই হাজির হয়েছেন বাংলাদেশের জার্সি পরা এক সমর্থক। বাংলাদেশ ক্রিকেটে জনপ্রিয় হয়ে ওঠা ‘নাগিন ড্যান্স’ দিতে দেখা যায় সেই সমর্থককে। এসময় ভারতের জার্সি পরা দুইজন সমর্থককে দেখা যায় তার দুইপাশে। বাংলাদেশের সেই সমর্থক ব্যক্তি হিন্দিতে বলেন, আমরা ভারতের মাটিতে ভারতকে হারাব।
এরপর ভারতীয় এক সমর্থক বীণ বাজানোর অভিনয় করেন, যা বাংলাদেশের সমর্থক শুনতে পাননি। পাশ থেকে আরেকজন জানান, এটা মূলত বিজয়ের সুর। যেটা বাংলাদেশ ভারতের মাটিতে কখনই শোনেনি, এবারও শুনতে পাবে না। এরপরেই কোহলির একটি কাভার ড্রাইভ এসে আঘাত করে বাংলাদেশের সমর্থকের গায়ে। আর পর্দায় লেখা ভেসে ওঠে- নাগিন ডান্স? কোনো সুযোগই নেই।
বিজ্ঞাপনের পরেই কমেন্টবক্সে রীতিমত কথার যুদ্ধে জড়িয়ে পড়েছেন দুই দেশের ক্রিকেট সমর্থকরা। অনেকেই ভারতকে সদ্য সমাপ্ত এশিয়া কাপের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আলোচনায় আসছে দুই দলের শেষ দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও।
এসএইচ-০৪/১৬/২৩ (স্পোর্টস ডেস্ক)