চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের বিপর্যয়ের মাঝেও দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন মুশফিকুর রহিম। বয়স তার এখন ৩৬-এর কোটায়। ভারত বিশ্বকাপই যে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ সেটি অনেকটা নিশ্চিত করেই বলা যায়।
ক্রিকেট ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ অসাধারণভাবে রাঙিয়ে দিচ্ছেন মুশফিক। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে ম্যাচে বিরল এক মাইলফলকের সামনে তিনি। দলটির বিপক্ষে আর মাত্র ৪ রান করতে পারলেই বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে এক হাজার রানের অভিজাত ক্লাবে ঢুকে যাবেন মুশফিক।
এখন পর্যন্ত ৫টি বিশ্বকাপ খেলছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এই ৫ আসরে ৩২টি ম্যাচ খেলে তার রান এখন পর্যন্ত ৯৯৬।
বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ‘মি. ডিপেন্ডেবল’। রোহিত শর্মাদের বিপক্ষে আর মাত্র ৪ রান করতে পারলে তার রান হবে এক হাজার। আর ৯০ রান করতে পারলে অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের দ্বিতীয় অবস্থানে চলে আসবেন মুশফিক। অস্ট্রেলিয়ান সাবেক উইকেটকিপার গিলক্রিস্টের বিশ্বকাপে মোট রান ১০৮৫।
বিশ্বকাপে উইকেটকিপারদের মাঝে ৭৮০ রান করে মুশফিকের পরেই রয়েছেন ভারতের বিশ্বকাপ জেতানো অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপে উইকেটকিপারদের মধ্যে রান সংগ্রহে সবার ওপরে শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমাার সাঙ্গাকারা।
এসএইচ-০৩/১৭/২৩ (স্পোর্টস ডেস্ক)