বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে ভারত প্রথম তিন ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে। তবে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও পরের দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছে।
বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে পুনেতে। কিন্তু এই মাঠ ব্যাটিং বান্ধব হওয়ায় ফর্মে থাকা ভারতীয়দের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সাকিব-শান্তদের।
লাল-সবুজের দলকে অবশ্য এ ম্যাচের আগে অনুপ্রেরণা দিতে হাজির হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি। তিনি জানান, আগামীকাল ১৯ অক্টোবর ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন।
হায়দ্রাবাদে জন্ম নেওয়া অভিনেত্রী ক্রিকেট নিয়ে বরাবরই একটু আবেগি। গত এশিয়া কাপেও ভারতের কাছে পাকিস্তানের হারের পর বাবর আজমকে হুমকি দিয়ে টুইট (বর্তমান এক্স-বার্তা) করেছিলেন।
কিন্তু তার হুমকির পরও বিশ্বকাপেও বাবররা হেরে বসেছেন ভারতের কাছে। সেদিন ভারতীয় এক কালো জাদু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেও দলের হার এড়াতে পারেননি সেহার। তাই বাংলাদেশের ক্রিকেটারদের ওপরই ভরসা রাখছেন।
এদিকে পাকিস্তানের হারের শোক সহ্য করতে করতে গত ১৫ অক্টোবর টুইট করেছিলেন সেহার, ‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেট-এ যাব।’
আত্মবিশ্বাসী সেহারকে আরও লিখেন, ‘বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখ এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’
এসএ-০২/১০/১৮ (স্পোর্টস ডেস্ক)