বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জয়ের ধারায় ফেরার মিশনে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
বিশ্বকাপের তিন রাউন্ড শেষে সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ ও ভারত। একদলের ঝুলিতে টানা তিন জয়, আরেক দলের অর্জন কেবল একজয়। শক্তিমত্তা, সাম্প্রতিক পরিসংখ্যান সবকিছু মিলিয়ে ভারতের চেয়ে বাংলাদেশ বেশ পিছিয়ে থাকলেও লাল-সবুজের প্রতিনিধিদের সমীহ করছেন ভারতের পেস বোলিং কোচ পরশ মাম্রবে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার।
পরশ বলেন, ‘সত্যি বলতে আপনি যখন বিশ্বকাপ খেলবেন, প্রতিটা দলই চ্যালেঞ্জ জানাবে। আমাদের দিক থেকে কোনো দলই কোনো দলকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। যেকোনো কিছু হতেই পারে। কিন্তু আমাদের দিক থেকে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘কারণ আমরা একমাত্র দল যারা নয়টা দল ও নয়টা আলাদা জায়গায় খেলবো। যেটা আমাদের আলাদা চ্যালেঞ্জ দেবে। আমরা এর জন্য প্রস্তত থাকতে চাই। প্রতিপক্ষ বাংলাদেশ বা নেদারল্যান্ড হতে পারে, আমরা তাদেরকে একই রকম গুরুত্ব দিচ্ছি।’
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ফেভারিট হয়েও হারের অভিজ্ঞতা রয়েছে ভারতের। এবারও যদি তেমন কিছু হয় তাতে অঘটন হবে বলে মনে করেন না ভারতের এই কোচ।
মাম্রবে বলেন, ‘এটা একটা খেলা। যা-ই ফল আসুক, পরিকল্পনা অনুযায়ী সক্ষমতার সেরা প্রয়োগ যে করবে, সেটা হবে। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। একটু আগে যেমন বলেছি প্রতিটা ম্যাচ ও প্রতিপক্ষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ’
তিনি আরও বলেন, ‘আমরা ওই দিকটাতে দেখছিই না (আপসেট হবে কি না)। আমরা নজর দিচ্ছি কী করতে পারি ও এই ম্যাচ থেকে কী অর্জন করা যায়। আমাদের পরিকল্পনা আছে, সেটা প্রয়োগ করতে পারলে জিতবো। এটা নিয়েই দলের মধ্যে কথা হচ্ছে। প্রতিপক্ষ নিয়ে কিছু না।’
এসএ-০৬/১০/১৮ (স্পোর্টস ডেস্ক)