খেলার মাঠে বিরাট কোহলির ‘স্লেজ’ করার অভ্যাস আজকের নয়। খেলতে খেলতে প্রায়ই প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে ‘স্লেজ’ করেন, সেই ‘স্লেজ’ করার ফলাফল কখনও ভালো হয়, কখনও খারাপ। কোহলি নিজেই স্বীকার করেছেন, এমন আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে নামলে তাঁর পারফরম্যান্সে একটা ইতিবাচক প্রভাব পড়ে।
বাংলাদেশের খেলোয়াড়রাও কোহলির ‘স্লেজ’ থেকে মুক্তি পাননি। বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমই যেমন, জানিয়েছেন, যখনই ভারতের মুখোমুখি হয়েছেন, কোহলি তাঁকে ‘স্লেজ’ করেছেন। অবশ্য কোহলির এই স্বভাবটা ইতিবাচকভাবেই নিয়েছেন মুশফিক। কোহলি তাঁকে তাতিয়ে দেওয়ার চেষ্টা করলেও পাল্টা জবাব কখনই দিতে যাননি।
কেন জাননি? স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সেটাই জানিয়েছেন মুশফিক, ‘বিশ্বে অনেক ব্যাটসম্যানই আছে যারা স্লেজ করতে পছন্দ করে আর এটা করতে গিয়ে উত্তেজিত হয়ে যায়। আমি কখনই কোহলিকে স্লেজ করি না কারণ এটা করলে ও আরও বেশি উত্তেজিত হয়ে যায়। আমি সবসময় আমার বোলারদের বলি ওকে তাড়াতাড়ি আউট করতে।
তবে মুশফিক দুজনের এই লড়াই বেশ উপভোগই করেন, ‘আমরা যখনই একে অন্যের বিপক্ষে খেলেছি, ও সবসময় আমাকে স্লেজ করতে চেয়েছে। কারণ ও প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করে, কোনো ম্যাচ হারতে চায় না। ওর সঙ্গে এ লড়াইটা আমি অনেক উপভোগ করি।’
আজ আবারও লড়বে ভারত-বাংলাদেশ। লড়বে বিশ্বকাপের মঞ্চে। বড় মঞ্চে মুশফিক-কোহলি কথার লড়াইটাও কি বড় হবে?
এসএইচ-০৬/১৯/২৩ (স্পোর্টস ডেস্ক)