বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন বিতর্ক। বিশেষ করে আইসিসির ইভেন্টগুলোতে। তেমন এক বিতর্ক হয়েছে বৃহস্পতিবার পুনের ম্যাচেও।
বিরাট কোহলি সেঞ্চুরি পূরণ করার আপ্রাণ চেষ্টা করছিলেন। সেকারণে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও তিনি কোনো সিঙ্গল নিতে চাইছিলেন না। একটা সময় সমীকরণ এই জায়গায় দাঁড়ায় যে ভারতের জয়ের জন্য আর ২ রান দরকার আর বিরাটের সেঞ্চুরির জন্য তিন রান। ৪২তম ওভারের প্রথম বলটি ডাউন দ্য লেগে করেছিলেন নাসুম। কোহলির পা এবং ব্যাট থেকে বেশ দূর দিয়ে বল গেলেও আম্পায়ার রিচার্ড ক্যাটলবরো সেটি ওয়াইড দেননি। পরের বলে অবশ্য ছক্কা মেরে দলের জয়ের নিশ্চিতের পাশাপাশি নিজের ৪৮তম সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি।
ওয়ানডে কোহলির চেয়ে একটি সেঞ্চুরি নিয়ে এগিয়ে আছেন কেবল শচীন টেন্ডুলকার। চলতি বিশ্বকাপেই যা স্পর্শ কিংবা পেরিয়ে যাওয়ারও সুযোগ রয়েছে কোহলির সামনে। পাশাপাশি বিশ্বকাপে এই নিয়ে কোহলি তৃতীয় শতরান করলেন। শেষবার ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপে শতরান করেছিলেন তিনি।
নাসুম আহমেদের করা সেই বল নিয়ে তৈরি হয় বিতর্ক। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে নাসুমের লেগ স্ট্যাম্পের বাইরের বলটি ইচ্ছাকৃত ছিল কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না ইচ্ছে করে এরকম কিছু করা হয়নি। আমরা প্রপার ম্যাচ খেলতে চেয়েছি।’
একই প্রশ্ন করা হয় ভারতের হয়ে সংবাদ সম্মেলনে আসা শুভমান গিলের কাছেও। গিল বলেন, ‘ইচ্ছে করে কি না কীভাবে বলি। আমার মনে হয় বোলার আঁটসাঁট লাইনে বল করতে চেয়েছে, তাই ওরকম হয়ে গেছে।’
বলটি ‘ওয়াইড’ না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একজন লিখেছেন, ‘এটি নিশ্চিত ওয়াইড ছিল। কিন্তু আম্পায়ার খেলা বুঝে গিয়েছেন।’ আরেকজন বলছেন, ‘বিশ্বকাপের সেরা মুহূর্ত এটি। এই আম্পায়ারকে কেউ মেডেল দেন, লিজেন্ড!’
এসএইচ-০২/২০/২৩ (স্পোর্টস ডেস্ক)