স্টেডিয়ামে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে মানা!

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের বিষয়টি আরও একবার যেন মাথাচাড়া দিয়ে উঠলো শুক্রবার ভারতীয় এক পুলিশের মন্তব্যে। বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক টুর্নামেন্টের গ্যালারিতে দর্শককে পাকিস্তান জিন্দাবাদ বলতে বাধা দিয়েছেন ভারতীয় পুলিশ সদস্য। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিশ্বকাপ এবং এশিয়া কাপকে ঘিরে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের বিষয়টি সামনে উঠে আসছে বারবার। এশিয়া কাপের ভেন্যুকাণ্ডের পর ভারতে বিশ্বকাপ খেলতে না আসার হুমকি দিয়েছিলো পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত ঠিকিই বিশ্বকাপ খেতে এসেছেন বাবর আজমরা। তবে নতুন করে দুই দেশের দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করলেন ভারতীয় এক পুলিশ সদস্য।

শুক্রবার বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় পাকিস্তান। ৩৬৮ রানের লক্ষ্য দিয়ে বাবর আজমের দলকে ৬২ রানে হারায় অজিরা। তবে ম্যাচ হারার হতাশার পাশাপাশি খানিকটা ক্ষোভ নিয়ে মাঠ ছেড়েছেন পাকিস্তানের দর্শকরা।

অস্ট্রেলিয়া–পাকিস্তান ম্যাচে স্টেডিয়ামে কর্মরত এক পুলিশ সদস্য পাকিস্তানি সমর্থককে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে বাধা দিয়েছেন। বিষয়টি নিয়ে তখন পুলিশের সেই সদস্যের সঙ্গে খানিকটা তর্কও হয়েছে দর্শকের। ঘটনাটি ভিডিও করেছেন পাকিস্তানের এক ইউটিউবার। সেখান থেকে পরে সংবাদও প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম।

ইনস্টাগ্রামে প্রকাশিত সেই ইউটিউবারের ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরা এক সমর্থক পুলিশকে বলেছেন, ‘ভারত মাতা কি জয় বলতে পারলে পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে না কেন?’ তখন সেই পুলিশ সদস্য বলেন, ‘ভারত মাতা কি জয় ভালো, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ ভালো না।’ তখন সেই সমর্থক প্রত্যুত্তরে বলেন, ‘কেন নয়? পাকিস্তান থেকে এসেছি, পাকিস্তান খেলছে, তাহলে পাকিস্তান জিন্দাবাদ না বলে কী বলব?’

এরপর পাকিস্তানের সেই সমর্থক নিজের ফোন বের করেন। পুলিশ সদস্যকে বলেন, ‘আমি একটি ভিডিও বানাব। আপনি আমাকে আনুষ্ঠানিকভাবে বলেন যে, আমি পাকিস্তান জিন্দাবাদ বলতে পারব না।’ কিন্তু তখন আর উত্তর দেননি পুলিশ সদস্য। সমর্থকটি পুলিশ সদস্যকে একাধিকবার কথাটি বলতে বলার পরও চুপ করে ছিলেন তিনি। এক পর্যায়ে সেই জায়গা থেকে সরে যান তিনি।

বিষয়টি পাকিস্তানি সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। পাকিস্তানি যেই ইউটিউবার ভিডিওটি করেছেন তিনি নিজেই লিখেছেন, ‘এটা দেখা হতাশার এবং স্তব্ধ করার মতো যে, খেলার মধ্যে দর্শকদের ”পাকিস্তান জিন্দাবাদ” বলে হর্ষধ্বনি দিতে দেওয়া হচ্ছে না। এটা খেলার চেতনাবিরোধী।’

পাকিস্তানিদের পাশাপাশি বিষয়টির প্রতিবাদ করছেন ভারতীয় অনেক নাগরিকও। অনেকেই ভারতীয় সেই পুলিশ সদস্যের আচরণে হতাশা প্রকাশ করছেন। তবে পাকিস্তানি সমর্থকদের অনেকে মনে করছেন, বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়া উচিত পাকিস্তানের।

বিশ্বকাপের শুরুতে টিকিট এবং পরে ভারতের ভিসা পাওয়া নিয়েও ঝামেলা পোহাতে হয়েছে পাকিস্তানি দর্শকদের। শুধু দর্শকই নয়, পাকিস্তান জাতীয় দলই ভিসা পেয়েছে বিশ্বকাপের মাত্র সপ্তাহখানেক আগে। ভিসা পেতে দেরি হওয়ায় দুবাইয়ের বিশেষ ক্যাম্প বাতিল করতে হয়েছে বাবর আজমদের।

এসএইচ-০৬/২১/২৩ (স্পোর্টস ডেস্ক)