চলমান বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে করুণ পরাজয় হয়েছে পাকিস্তানের। বাবর আজমের দলকে এই পরাজয় উপহার দেওয়ার পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ম্যাচ শেষে সেই গুরবাজকেই নিজের একটি ব্যাট উপহার দিলেন বাবর।
ম্যাচে যে ব্যাট দিয়ে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন বাবর, ম্যাচ শেষে ঠিক সেই ব্যাটই বাবর তুলে দেন গুরবাজের হাতে। এ সময় গুরবাজের কাঁধে স্নেহের হাত রেখে ছবিও তুলেছেন, যা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট দুনিয়ায়। ম্যাচে মাত্র ৫৩ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলেন গুরবাজ।
পাকিস্তানের ২৮২ রান তাড়ায় গুরবাজের এই ইনিংসটি বেশ ভূমিকা রেখেছিল। সতীর্থ ইব্রাহিম জাদরানের সাথে গুরবাজের জুটিটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। দুজনের ১৩০ রানের জুটিই দলের জয়ের ভীত গড়ে দিয়েছিল। বাকিরা জরের দ্বারপ্রান্তে গিয়ে স্রেফ আনুষ্ঠানিকতা সারেন।
এই ম্যাচে জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান। তাও আবার বিশ্বকাপের মহামঞ্চে। এর আগে ৭ বারের দেখায় একবারও বাবর আজমের দলকে হারাতে পারেনি মোহাম্মাদ নবীরা। এবারের জয়টি তাই আফগানদের জন্য যেমন স্মরণীয়, তেমন ঐতিহাসিকও বটে।
ম্যাচে প্রথমে ব্যাট করে আবদুল্লাহ শফিক ও বাবরের ফিফটিতে ভর করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং উপহার দেয় আফগানিস্তান। তিন ফিফটিতে ভর করে ১ ওভার হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় তারা।
এসএইচ-১৪/২৪/২৩ (স্পো্টস ডেস্ক)