মাহমুদউল্লাহর সেঞ্চুরির রহস্য জানালেন স্ত্রী

ভক্তরা অপেক্ষা করছিলেন প্রিয় ক্রিকেটারের জবাবের জন্য। আর সেটি বৈশ্বিক আসরে পূর্ণও হয়ে গেল। তবে দলের হারের কারণে পরিপূর্ণ আনন্দ পাননি বাংলাদেশি সমর্থকেরা। সম্বল কেবল অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের ওই একটি সেঞ্চুরি। এবার এই সেঞ্চুরির রহস্য জানিয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশকে ১৪৯ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩ রানে থামে টাইগাররা। ম্যাচটিতে ১১ চার ও ৪ ছক্কায় ১১১ বলে ১১১ রান করেছেন মাহমুদউল্লাহ।

স্বামীর এমন পারফরম্যান্সের পরে স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা করেন তার আরও কাছে যাওয়ার জন্য। একজন বিশ্বাসী যদি ধৈর্য্য ধরে এবং আল্লাহর পরিকল্পনার ওপর আস্থা রাখে, তাহলে তিনি সেরা পুরস্কার পাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।’

মাহমুদউল্লাহ পত্নী আরও লিখেছেন, ‘আমার স্বামী এমন একজন বিশ্বাসী..গত কয়েক মাস ধরে তিনি কেবল আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি মসজিদেই সবচেয়ে শান্তি খুঁজে পেয়েছেন এবং আল্লাহর কাছে যা চেয়েছিলেন, তা দিয়েছেন..আলহামদুলিল্লাহ! আল্লাহ মহৎ।’

প্রসঙ্গত, গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সে সিরিজের তিন ম্যাচেই মাঠে নেমে মোট ৭১ রান করেছিলেন তিনি। এরপরে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে খেলা হয়নি তার। পরে ঘরের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে সুযোগ দেয়া হয় তাকে।

আর সেখান থেকেই মিলে যায় বিশ্বকাপের টিকিট। যেখানে ৪ ম্যাচের ৩ ইনিংসে ব্যাটিংয়ে নেমে তিনি করেছেন ১৯৮ রান। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে এটিই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান। আর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মাহমুদউল্লাহ রয়েছেন ১৬তম অবস্থানে।

এসএইচ-০৪/২৫/২৩ (স্পোর্টস ডেস্ক)