সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ!

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ। তবে এরপর টানা পাঁচটি ম্যাচ হারল বাংলাদেশ। সবশেষ শনিবার ইডেনে নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হেরেছেন সাকিবরা। টাইগারদের এই হারের পর প্রশ্ন উঠেছে, প্রথম দল হিসাবে বিশ্বকাপ থেকে কি বিদায় নিল বাংলাদেশ? নাকি এখনো টিকে রয়েছে?

বর্তমানে ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২। তাদের নেট রানরেট -১.৩৩৮। পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে তারা। বিশ্বকাপ থেকে প্রায় বিদায় হয়ে গেলেও এখনও খাতায়-কলমে টিকে রয়েছেন সাকিবরা। তবে তাদের সামনে কঠিন অংক রয়েছে।

বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে তাতে বাকি তিন ম্যাচ জিতলে সর্বোচ্চ ৮ পয়েন্ট হতে পারে তাদের। এখম পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা নিউজিল্যান্ড ও চার নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টও ৮। তাই অংকের বিচারে এখনই বাংলাদেশের বিদায় বলা যাচ্ছে না।

এদিকে বাংলাদেশের পরের তিনটি ম্যাচ পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথমে এই তিনটি দলকেই হারাতে হবে তাদের। তারপরও তাদের তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির ফলাফলের দিকে। বিশেষ করে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দিকে। এই দুই দল যদি তাদের পরের তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচও জিতে যায় তা হলেই ১০ পয়েন্ট হয়ে যাবে তাদের। সে ক্ষেত্রে পরের তিনটি ম্যাচ জিতলেও সেমিফাইনালের কোনো সুযোগ থাকবে না বাংলাদেশের।

বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড ও শনিবার ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতে গেলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে বাংলাদেশ।

এসএইচ-০৪/২৯/২৩ (স্পো্টস ডেস্ক)