তামিম-ইস্যু বাংলাদেশের পারফরম্যান্সে প্রভাব ফেলতেই পারে, মানলেন সাকিব

অবস্থা এমন দাঁড়িয়েছে, পান থেকে চুন খসলেই সাকিব আল হাসানের প্রতি বিরক্তি প্রকাশ করছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। আর আফসোস করছেন দলে তামিম ইকবালের না থাকা নিয়ে। অবশ্য নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিত হারের বিষয়টা ‘পান থেকে চুন খসা’ নয়, বরং আরও গুরুতর কিছুই। বিশ্বকাপ থেকে বাংলাদেশের একরকম বিদায়ঘন্টাই বেজে গিয়েছে উটকো এই পরাজয়ে।

শক্তির ব্যবধানের কারণে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, এমনকি ভারতের কাছে হার ব্যাখ্যা করা গেলেও, নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে পরাজয়টা কীভাবে ব্যাখ্যা করবেন সাকিব? এটা নিয়ে মানুষের আগ্রহ ছিলই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেসব নিয়েই কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক। সঙ্গে এটাও মেনেছেন, বিশ্বকাপের ঠিক আগ দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের দলে না থাকার ব্যাপারটা দলের পারফরম্যান্সে প্রভাব ‘ফেললেও ফেলতে পারে’।

বাংলাদেশের সাম্প্রতিক যেকোনো সংবাদ সম্মেলনে তামিম প্রসঙ্গে দুই-একটা প্রশ্ন আসবে না, এমন ভাবনা অবান্তর। সেখানে গত রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর তামিম-ইস্যু বেশ ভালোভাবেই নিজের উপস্থিতি জানান দিয়েছে।

বিশ্বকাপের আগে তামিম ইস্যু দলের সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না, এ প্রশ্নে সাকিব একেবারেই অস্বীকার করেননি বিষয়টা, ‘ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। আপনি যেটা বলছেন সেটায় আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।’

বিশ্বকাপে ভালো খেলার জন্য যেমন প্রস্তুতি দরকার, সে প্রস্তুতিও বাংলাদেশের নেই – স্বীকার করেছেন সাকিব, ‘আমাদের প্রস্তুতির অনেক ঘাটতি ছিল। কিন্তু এখন আসলে এই অজুহাতগুলো দিয়ে খুব বেশি লাভ হবে না। কিন্তু আমরা অবশ্যই প্রয়োজনীয় প্রস্তুতি নিইনি।’

এসএইচ-০৫/২৯/২৩ (স্পোর্টস ডেস্ক)