এবারের বিশ্বকাপে অনন্য কিছু ঘটছে। না, দর্শকখরা কিংবা নানা অব্যবস্থাপনার কথা একপাশে রেখেই বলতে হচ্ছে এ কথা। ভারতে বিশ্বকাপ শুনে হয়তো অনেকে ধরে নিয়েছিল, এবার স্পিনাররাই রাজত্ব করবে। কিন্তু হচ্ছে উল্টো।
এখন পর্যন্ত ২৯ ম্যাচ হয়েছে। অর্থাৎ গ্রুপপর্বের প্রায় দুই-তৃতীয়াংশ শেষ। এবং এ পর্যায়ে এসে দেখা যাচ্ছে উইকেট নেওয়ায় পেসারদের ধারেকাছে নেই স্পিনাররা।
আর পেসারদের বিপক্ষে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছে বাংলাদেশকেই।
বিশ্বকাপে এখন পর্যন্ত বোলাররা ৪৩১ উইকেট নিয়েছেন। এতে স্পিনারদের কপালে জুটেছে ১৫১ উইকেট, আর পেসাররা নিয়েছেন ২৮০ উইকেট। অর্থাৎ ৬৫ ভাগ উইকেটই নিয়েছেন পেসাররা।
তবে বাংলাদেশের ক্ষেত্রে এ হার অনেক বেশি। বিশ্বকাপে এখনো পর্যন্ত ৫১ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এর মধ্যে দুজন ব্যাটসম্যান রানআউট হয়েছে। ১০টি উইকেট হারিয়েছে স্পিনারের বলে, ৩৯টি উইকেট নিয়েছেন প্রতিপক্ষের পেসাররা। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে হারটা প্রায় ৮০।
পেসারদের বিপক্ষে এরপর সর্বোচ্চ উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। ৬ ম্যাচে পেসারদের বলে ৩৫ উইকেট হারিয়েছে ডাচরা।
এদিকে স্পিনারদের বিপক্ষে সবচেয়ে বেশি দুর্বলতা দেখিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত স্পিনারদের বলে ২৩ উইকেট হারিয়েছে ইংলিশ ব্যাটসম্যানরা। অর্থাৎ ৪১.৮১ উইকেট নিয়েছেন স্পিনাররা। তবে শতাংশের দিক থেকে আফগানরাই স্পিনারদের কাছে উইকেট (৪২.১০%) বেশি হারিয়েছে। তবে পাঁচ ম্যাচে স্পিনারদের বিপক্ষে মাত্র ১৬ উইকেট হারিয়েছে আফগানরা।
পেসারদের এমন দাপটেও কিন্তু দুটি দেশের পেসাররা বেশ পিছিয়ে। এখন পর্যন্ত বিশ্বকাপে আফগানরা প্রতিপক্ষের ২৮ উইকেট নিয়েছে, এর ১৬টিই স্পিনাররা। বাংলাদেশের বোলাররা নিয়ছেন ৩৮ উইকেট, তাতে পেস ও স্পিন সমান-সমান। এদিক থেকে শ্রীলঙ্কার পারফরম্যান্স চমকে দেওয়ার মতো। স্পিনের জন্য পরিচিত দেশটি এবার বিশ্বকাপে পেসারদের ওপর নির্ভরশীল। এখন পর্যন্ত পেসাররা ২৫ উইকেট নিয়েছেন, ওদিকে স্পিনাররা নিয়েছেন মাত্র ৫ উইকেট।
বিশ্বকাপে এখন পর্যন্ত উইকেট হারানোয় কিপটেমি দেখিয়েছে ভারত। ছয় ম্যাচের পাঁচটিতেই রান তাড়া করা ভারত বোলারদের কাছে উইকেট হারিয়েছে ২৫টি। এর ৭২ শতাংশই পেসারদের বলে।
এসএইচ-১০/৩০/২৩ (স্পোর্টস ডেস্ক)