বুমরাকে বলতে হলো, তার স্ত্রীও খেলার সংবাদমাধ্যমে কাজ করে’

ইংল্যান্ডকে ১০০ রানে হারাতে নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন যশপ্রীত বুমরা। টপ অর্ডারের দুজনসহ গত পরশু লক্ষ্ণৌর সেই ম্যাচে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন ভারতের এই ফাস্ট বোলার।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ৬ ম্যাচে ১৫.০৭ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পার (১৬ উইকেট) পর এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বুমরা।

দারুণ ছন্দে থাকা এই ফাস্ট বোলারের অবশ্য কিছুদিন আগেও বিশ্বকাপ খেলা নিয়ে ছিল শঙ্কা। চোটের কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। চোট কাটিয়ে ফিরলেও অনেকেরই শঙ্কা ছিল তাঁর সেরা ছন্দে ফেরা নিয়ে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই বোলার আর কখনো সেরা ছন্দে ফিরতে পারবেন কি না, এ নিয়ে সন্দেহও প্রকাশ করেছিলেন অনেকেই।

চোটের কারণে মাঠের বাইরে থাকার সময় তাঁকে নিয়ে বলা অনেকের সংশয়ের সব কথা সংবাদমাধ্যমে আসেওনি। কিন্তু সেই সব কথাও ঠিকই কানে গেছে বুমরার। কীভাবে, সেটাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের পর জানিয়েছেন অনেকের কাছেই সময়ের সেরা বোলার।

বুমরা সেই বিষয়ে টেনে এনেছেন টেলিভিশনে খেলার অনুষ্ঠানের উপস্থাপনা করা সঞ্জনা গণেশনের বিষয়। ভারতের ফাস্ট বোলার বলেছেন, ‘আমার স্ত্রীও খেলার সংবাদমাধ্যমে কাজ করে। তাই আমি আর কখনো ফিরে আসতে পারব কি না, ক্যারিয়ার নিয়ে এমন প্রশ্নগুলো শুনতে পেরেছি। কিন্তু এতে কিছু যায়-আসে না। আমি এখন খুব খুশি।’

বুমরা এরপর যোগ করেন, ‘আমি ফিরে এসেছি এবং বুঝতে পেরেছি, খেলাটি খেলতে কতটা ভালোবাসি। আমি কোনো কিছুর পেছনে ছুটিনি। চোট থেকে ফিরে আসার পর মাথা ঠান্ডা ছিল। তাই আমি ইতিবাচক কিছুর দিকে তাকিয়ে আছি এবং চেষ্টা করছি যতটা সম্ভব উপভোগ করতে।’

এসএইচ-০৯/৩১/২৩ (স্পোর্টস ডেস্ক)