বিশ্বকাপের মধ্যেই অবসরের ঘোষণা তারকা ক্রিকেটারের

বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ছয়টি ম্যাচ খেলে কেবল জয় পেয়েছে একটিতে। ২ পয়েন্ট নিয়ে তালিকার তলানীতে অবস্থান করছে ইংলিশরা। এরই মধ্যে দলটির তারকা এক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন।

বেশ কিছুদিন আগে ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রকাশিত সেই তালিকায় জায়গা হয়নি ইংল্যান্ডের বাঁহাতি পেসার ডেভিড উইলির। ইংলিশ এই পেসার জানিয়েছেন, বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন উইলি। তিনি লিখেন, ‘আমি কখনোই চাইনি এই দিনটি আসুক। ছোটবেলা থেকেই চেয়েছিলাম ইংল্যান্ডের হয়ে খেলতে। অনেক ভেবে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ইংলিশ এই পেসার আরও লেখেন, ‘আমি এই পোশাকটি যথেষ্ট মর্যাদার সঙ্গে পরিধান করেছি। ইংল্যান্ডের ব্যাজ পরাটা আমার জন্য খুবই গর্বের ছিল। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড দলে আমি বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটারের সাথে খেলেছি। কয়েকজনকে পেয়েছি যারা আমার কঠিন সময়েও পাশে ছিল।’

ইংল্যান্ডের হয়ে ৭০ ম্যাচে ৯৮ উইকেট নিয়েছেন উইলি। ব্যাট হাতে ৪৩ ওয়ানডে ইনিংসে ৬২৭ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৩ ম্যাচে উইলির শিকার ৫১ উইকেট। চলতি বিশ্বকাপে আরও তিনটি ম্যাচ রয়েছে ইংল্যান্ডের। সেই ম্যাচগুলোই হতে পারে উইলির আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ।

এসএইচ-০৯/০১/২৩ (স্পো্টস ডেস্ক)