টেন্ডুলকারকে ছাড়িয়ে টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষা বাড়ল কোহলির

ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষা বেড়েছে বিরাট কোহলির। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রানে আউট হয়ে গেছেন কোহলি। বৃহস্পতিবারের এ ম্যাচ দেখতে মাঠেই আছেন টেন্ডুলকার, ম্যাচ শুরুর আগের অনুষ্ঠানে মাঠেও নেমেছিলেন।

৪৭টি সেঞ্চুরি নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেন কোহলি। পুনেতে গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলেন ১০৩ রানের অপরাজিত ইনিংস। এরপর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলার খুব কাছে চলে গিয়েছিলেন, কিন্তু ৯৫ রানে আউট হয়ে যান। এবার দিলশান মাদুশঙ্কার কাটারে এক্সট্রা কাভারে ক্যাচ দিয়ে থামলেন সেঞ্চুরি থেকে ১২ রান দূরেই।

অবশ্য এ ৮৮ রানের ইনিংসের পথে টেন্ডুলকারকে একটি রেকর্ডে ছাড়িয়ে গেছেন কোহলি। ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৮ বার ১০০০ রানের মাইলফলক গড়েছেন কোহলি। ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৭ বার কমপক্ষে ১০০০ রানের দেখা পেয়েছিলেন টেন্ডুলকার।

ভারতের সর্বশেষ বিশ্বকাপ জয়ের বছর ওয়ানডেতে প্রথমবারের মতো ন্যূনতম ১০০০ রানের দেখা পেয়েছিলেন কোহলি। ২০১১ সালে এই ধারা শুরুর পর ২০১২, ২০১৩ ও ২০১৪ সালেও দেখা পান একই মাইলফলকের। ২০১৫ ও ২০১৬ সালে পিছিয়ে পড়েন। কিন্তু এরপর আবারও টানা তিন বছর—২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে মাইলফলকটির দেখা পান। মাঝে টানা তিন বছর বিরতির পর এ বছর হাজার রানের দেখা পেয়ে পেছনে ফেললেন টেন্ডুলকারকে। এই ৮ বার হাজার রানের দেখা পাওয়ার পথে ২০১৭ সালে সর্বোচ্চ রান করেছিলেন কোহলি। ২৬ ওয়ানডেতে করেছিলেন ১৪৬০ রান।

ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে টেন্ডুলকারের হাজার রানের ধারা শুরু হয়েছিল ১৯৯৪ সালে। পরের বছর পারেননি। এরপর ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ২০০০, ২০০৩ ও ২০০৭ সালে হাজার রানের দেখা পান টেন্ডুলকার। সবচেয়ে বেশি ১৮৯৪ রান করেছিলেন ১৯৯৮ সালে। সেবার ৯টি সেঞ্চুরি করেছিলেন, এক পঞ্জিকাবর্ষে কোহলির সর্বোচ্চ সেঞ্চুরি ৬টি—২০১৭ ও ২০১৮ সালে।

সেঞ্চুরি না পেলেও আরেকটি রেকর্ডও হয়েছে কোহলির। বিশ্বকাপে ওপেনার হিসেবে খেলেননি, এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ৫০‍ বা এর বেশি রানের ইনিংস এখন কোহলির। শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে বিশ্বকাপে এ রেকর্ডে কোহলি ছিলেন কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসানের পাশে (১২)।

অবশ্য যেকোনো পজিশনে খেলা ব্যাটসম্যানদের মধ্যে রেকর্ডটিও টেন্ডুলকারের। বিশ্বকাপে সব মিলিয়ে ২১ বার ৫০ বা এর বেশি রানের ইনিংস খেলেছেন টেন্ডুলকার, এর মধ্যে ১৬ বার ইনিংস ওপেন করতে নেমে।

এসএইচ-০৩/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)