ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে ৫ গুণ দামে

চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। টানা ৬ ম্যাচের ৬ টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের ওপরের দিকে স্বাগতিকরা। অন্যদিকে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে ৭ ম্যাচের ৬ টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে প্রোটিয়ারা। তাই বলায় যায় অসাধারণ খেলতে থাকা এ দুদলের লড়াইটা হবে সেয়ানে সেয়ানে।

আগামী ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে এ দুদল। ধারাবাহিক ছন্দে থাকা এদের খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সমর্থকেরা। অন্যদিকে হাড্ডাহাড্ডি এই ম্যাচ অনুষ্ঠিত হবে সাপ্তাহিক ছুটি রবিবারে।

তাই হাইভোল্টেজ এই ম্যাচের টিকিটের চাহিদা বেড়ে বেছে অনেক বেশি। এরই মাঝে কালোবাজারে টিকেট বিক্রির ঘটনা ঘটছে বলে জানা যায়। এমনকি ভারতের সংবাদমাধ্যমগুলো দাবি করছে, বেশি দামে টিকেট বিক্রি করতে গিয়ে আটক করেছে একজনকে।

ভারত বিশ্বকাপে বেশির ভাগ ম্যাচেই গ্যালারিতে দর্শক শূন্যতা ছিল চোখে পড়ার মতো। তবে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। সে ম্যাচেও টিকেট কালোবাজারে বিক্রি হয়েছে। সে ঘটনায় চারজনকে আটক করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, অঙ্কিত আগারওয়াল নামের এক ব্যক্তিকে টিকিট কালোবাজারি করার কারণে আটক করেছে কলকাতা পুলিশ। তার কাছ থেকে এ সময় ২০টি টিকিট জব্দ করা হয়েছে। ২৫০০ টাকা দামের প্রতিটি টিকিট ১১০০০ হাজার টাকা করে বিক্রি করছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এসএইচ-০৬/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)