বিরাট কোহলি কি স্বার্থপর? পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ তেমনটিই মনে করেন। কলকাতায় রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৪৯তম শতক পেয়েছেন বিরাট কোহলি। এই শতকে তিনি পাশে বসেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। কিন্তু হাফিজ মনে করেন, কোহলি নিজের শতকের আশায় ইনিংসের শেষ দিকে ধীরগতিতে খেলেছেন, যে কারণে ভারতের সংগ্রহ কম হয়েছে। হাফিজের এই মত অবশ্য উড়িয়ে দিয়েছেন ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ। এমনকি হাফিজের এ মন্তব্যের সঙ্গে একমত নন পাকিস্তানের আরেক সাবেক পেসার ওয়াহাব রিয়াজও।
যদিও কোহলির ‘স্বার্থপরতা’ ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। স্কোরবোর্ডে ৩২৬ রান তুলে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে ‘খুনে’ ব্যাটিংয়ের তকমা পাওয়া দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়েছে ভারত। জয় পেয়েছে ২৪৩ রানের বিশাল ব্যবধানে। কোহলি নিজের ৩৫তম জন্মদিনের দিন খেলেছেন অপরাজিত ১০১ রানের ইনিংস। তবে হাফিজের সমালোচনাটা কোহলির ব্যক্তিগত মাইলফলককে মাথায় রাখার বিষয়েই। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে হাফিজ বলেছেন, ‘কোহলির ব্যক্তিগত মাইলফলকের লক্ষ্যে খেলাটাকে আমার কাছে স্বার্থপর ব্যাপারই মনে হয়েছে। এমনটা এই বিশ্বকাপে তৃতীয়বারের মতো করল সে। আমি লক্ষ করলাম ইনিংসের ৪৯তম ওভারে সে সিঙ্গেলস নিয়ে শতক করল, যেটিতে সে কোনোভাবেই দলকে প্রাধান্য দেয়নি।’
হাফিজ অবশ্য রোহিত শর্মার প্রশংসা করেছেন, ‘রোহিতও তো স্বার্থপর ক্রিকেট খেলতে পারত, কিন্তু সে খেলেনি। সে দলের জন্য খেলেছে। নিজের জন্য খেলেনি। রোহিতকে এ ব্যাপারে কৃতিত্ব দিতেই হবে। সে দলের জন্য নিজের ইনিংস বিসর্জন দিয়েছে। প্রথম ৬ ওভারে রোহিত যেভাবে খেলেছে, সেটি দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধাক্কা ছিল। রোহিত জানত, ইডেনে পরের দিকে উইকেট ব্যাটসম্যানদের শট খেলার জন্য কঠিন হয়ে যাবে। সে শুরুর দিকের সুবিধাটা নিতে চেয়েছে।’
হাফিজের এমন মন্তব্যের সঙ্গে একমত নন ওয়াহাব রিয়াজ। তাঁর কথা, ‘আমি এ ব্যাপারে একমত নই। কোহলির দায়িত্বটাই এমন। শেষ ৮ ওভারে ভারত ৭৫ রান করেছে। সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাদেজা একদিকে মেরে খেলেছে। কোহলি একপ্রান্ত আগলে রেখেছিল। কোহলি আউট হয়ে গেলে আমরা হয়তো সূর্য ও জাদেজার কাছ থেকে ছোট অথচ ঝোড়ো দুটি ইনিংস পেতাম না।’
কোহলির ‘স্বার্থপর’ তকমা নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘হ্যাঁ, কোহলি স্বার্থপর। তাঁর এই স্বার্থপরতা ভারতের শতকোটি মানুষের স্বপ্নকে ধারণ করে চলেছে।’ তিনি কোহলিকে স্বার্থপর বলাটাকে ‘কৌতুককর’ মনে করেন, ‘ব্যাপারটা আমার কাছে বেশ কৌতুককর মনে হয়। কেউ কেউ বলছে কোহলি স্বার্থপর আর সে নিজের ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলে। আমি মনে করি, কোহলি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে স্বার্থপর। তার দল যেন জিততে পারে, সে লক্ষ্যে কোহলি বেজায় স্বার্থপর।’
এসএইচ-১০/০৬/২৩ (স্পোর্টস ডেস্ক)