ক্রিকেটীয় চেতনা! এ দুটি শব্দ মানকাডিং (নন–স্ট্রাইকিং ব্যাটসম্যানকে রানআউট) নিয়ে উচ্চারিত হয়েছে দীর্ঘদিন। আইসিসি এটিকে স্বাভাবিক রানআউট হিসেবে বিধিবদ্ধ করার পর যা অনেকটাই কমে এসেছে। এবার ক্রিকেটীয় চেতনার আওয়াজ উঠেছে অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ ঘিরে, যেখানে আউটের আবেদন করায় ‘খলনায়কের’ আসনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ক্রিকেটের আইনে আছে বলে সাকিবের আবেদন করাকে ভুল বলতে পারছেন না কেউ। শোয়েব আখতারও যেমন আইনের ব্যত্যয় দেখছেন না। তবে সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার সাকিবের সমালোচনা করতে গিয়ে হেঁটেছেন সেই ‘ক্রিকেটীয় চেতনা’র পথেই। আর সেটা করতে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে এত দিন কেউ এমন আউটের আবেদন না করার যুক্তি দেখিয়েছেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পর শোয়েব এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ক্রিকেটীয় চেতনার খুবই বিরোধী। আমি জানি এটা আইনে আছে। কিন্তু এত দিন যেহেতু কেউ করেনি, সাকিবও এড়িয়ে যেতে পারত।’
ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও ‘টাইমড আউট’কে শোভনীয় মনে করছেন না। এ ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্তকে বাজে উল্লেখ করে স্টার স্পোর্টসে কাইফ বলেছেন, ‘ম্যাথুসের মধ্যে সুবিধা আদায়ের মনোভাব ছিল না। এখানে সাকিবের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার খুবই বাজে সিদ্ধান্ত নিয়েছেন। শান্ত (নাজমুল হোসেন) পেছনে দাঁড়িয়ে বারবার আবেদন করার তাগাদা দিচ্ছিল। শান্ত প্রথমে আম্পায়ারের সঙ্গে কথা বলে। এরপর সাকিব আবেদন করে।’
কাইফ মনে করেন, ম্যাথুসের বিরুদ্ধে ‘টাইমড আউটে’র আবেদন করে সাকিব এখন থেকে বেশি নজরে থাকবেন, ‘ওর (ম্যাথুস) ক্ষুব্ধ হওয়াটা ঠিকই আছে। এখানে দুই মিনিটের নিয়ম আছে, কিন্তু দুই মিনিট শেষ হয়নি। এটা সাকিবের ভুল আবেদন ছিল।’
এসএইচ-০৬/০৭/২৩ (স্পোর্টস ডেস্ক)