চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

সাকিব-শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ২৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫৩ বল বাকি থাকতেই তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এ জয়ে পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কাকে টপকে সাতে উঠে এসেছে বাংলাদেশ। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার দারুণ সুযোগও রয়েছে টাইগারদের সামনে।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ৮ দল নিয়ে। চলমান বিশ্বকাপের লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা সাত দল জায়গা পাবে সেই আসরে। যদি পাকিস্তান সেরা সাতে থাকে তাহলে সবমিলিয়ে সেরা আট দল সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে খেলতে হলে শ্রীলঙ্কাকে হারতে হবে নিউজিল্যান্ডের কাছে। কিউইদের হারিয়ে ম্যাচটি যদি লঙ্কানরা জিতে যায় তাহলে তারা চলে যাবে পয়েন্ট টেবিলের ছয়ে। আর বাংলাদেশ নেমে যাবে আটে। তাতেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে বাংলাদেশ যদি না ইংল্যান্ড পরের দুই ম্যাচেই জিতে।

বাংলাদেশ ও ইংল্যান্ডের পয়েন্ট সমান হলে হিসেব করা হবে নেট রানরেটের। সেক্ষেত্রে টাইগাররা নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে না পারলেও হারতে হবে কম রানের ব্যবধানে।

আর যদি অজিদের বিপক্ষে জয় পায় তাহলে অনায়াসেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ। অন্যদিকে, ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে হারতে হবে ডাচদের।

এসএইচ-১২/০৭/২৩ (স্পোর্টস ডেস্ক)