বল নিয়ে সন্দেহ: হাসান রাজাকে লজ্জা দিলেন শামি

চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। আপাতত ৮ ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়েছে রোহিত শর্মার দল। তাদের বোলিং ডিপার্টমেন্টটা এবার সকলের থেকে আলাদা। ভারতের এমন ব্যাটিং সহায়ক পিচেও শামি-বুমরাহদের এমন দুর্দান্ত সুইং দেখে বল নিয়ে সন্দেহ জেগেছিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজার। এবার হাসান রাজার সেই মন্তব্যের কড়া জবাব দিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি।

কিছুদিন আগে পাকিস্তানের এক টিভি চ্যানেলে হাসান রাজা বলেছিলেন, তিনি ভারতের পেসারদের দেয়া বল নিয়ে সন্দেহ পোষণ করছেন। তার কাছে মনে হয়েছিল, ভারতের বোলারদের আলাদা কোনো বল দেয়া হচ্ছে কিংবা তাদের বলে কোনো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যার কারণে শামি, বুমরাহ, সিরাজরা এমন দুর্দান্ত সুইং দিচ্ছে।

তবে হাসান রাজার এমন হাস্যকর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন আরেক পাকিস্তানি সাবেক পেসার ও অধিনায়ক ওয়াসিম আকরাম। এক টিভি শো’তে ওয়াসিম বলেছিলেন, এসব কথা বলাতেই পাকিস্তানিদের নিয়ে বেশি সমালোচনা হয়ে থাকে। ওয়াসিম বলেছিলেন, ‘লজ্জা বোধ করো। ফালতু আলাপে মন না দিয়ে খেলায় মনোযোগ দাও। কখনো তো অন্যের সাফল্যকে উপভোগ করবে! এটা আইসিসির টুর্নামেন্ট, পাড়ার কোনো খেলা নয়। আমাদের দেশের মানুষরা এমন মন্তব্য করে বলেই সকলে আমাদের সমালোচনার পাত্র বানায়।’

এরপর আকরামের দেয়া ব্যাখ্যার কথাও মনে করিয়ে দিলেন মোহাম্মদ শামি। ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়ে সেখানে শামি লিখেছেন, ‘তোমাদের সাবেক খেলোয়াড় ওয়াসিম ভাই বিষয়টা ব্যাখ্যা করেছেন। অন্তত তোমাদের নিজেদের খেলোয়াড়দের তো বিশ্বাস করো।’

ভারতীয় বোলাররা বল নিয়ে কারসাজি করছেন কিনা তা পাকিস্তানের এক টিভি শো’তে জানতে চান এক সমর্থক। সেই প্রশ্নের সূত্র ধরেই ওয়াসিম আকরাম বিষয়টি সকলকে বুঝিয়ে দেন। আর সাবেক ক্রিকেটার হাসান রাজার কড়া সমালোচনাও করেন।

এসএইচ-০২/০৯/২৩ (স্পোর্টস ডেস্ক)