ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে ভারত ছাড়ছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের ক্রিকেটাররা। রোববার সকালেই ভারত ছেড়েছে একদল ক্রিকেটার। সন্ধ্যার মধ্যেই আরেক দল যাওয়ার কথা। অর্থাৎ, রোববারের মধ্যেই ভারত ছাড়ার কথা পুরো পাকিস্তান দলের। তবে দলের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন না পেসার হাসান আলী।
কলকাতাভিত্তিক গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ভারতের অতিথি হিসেবে আরও কিছুদিন দেশে থাকবেন হাসান। পাকিস্তানের এই পেসার মূলত ভারতের জামাই। দেশটির হরিয়ানা রাজ্যের সামিয়া আরজুর সঙ্গে ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন হাসান।
সামিয়ার আত্মীয়দের সঙ্গে যাতে দেখাসাক্ষাৎ হয়, সেজন্য ভারতে কয়েকদিন থাকবেন পাকিস্তানের এই পেসার। হাসানের শ্বশুরবাড়ি এখন দিল্লিতে। সেখানেই থাকার কথা তার। আগামী ২২ নভেম্বর দেশে ফিরতে পারেন তিনি।
ভারত বিশ্বকাপে অনেক ঢাকঢোল পিটিয়ে গেলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি বাবর আজমরা। অনেকেই এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে দেখেছিলেন তাদের।
তবে সেমিফাইনালেও পা রাখতে পারেননি তারা। বলে-ব্যাটে কিংবা ফিল্ডিংয়ে চূড়ান্ত হতাশ করেছেন সমর্থকদের।
এসএইচ-০৭/১২/২৩ (স্পোর্টস ডেস্ক)