সাকিব-শচীনকে ছুঁয়ে ফেললেন কোহলি

ঘরের মাঠের বিশ্বকাপে প্রতিপক্ষকে পাত্তাই দিচ্ছেন না ভারতের ব্যাটাররা। এখনো পর্যন্ত কোনো দলই রোহিত শর্মাদের হারাতে পারেনি টুর্নামেন্টে। নেদারল্যান্ডসের বিপক্ষেও দলটি গড়েছে ৪১১ রানের পাহাড়সম স্কোর। ম্যাচে বিরাট কোহলি তুলে নিয়েছেন দারুণ এক অর্ধশতক। এই অর্ধশতক করেই পৌঁছে গেছেন অনন্য এক মাইলফলকে।

ডাচদের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন কোহলি। ৫৬ বলে ৫১ রান করে ছুঁয়ে ফেলেছেন শচীন টেন্ডুলকার এবং সাকিবকে আল হাসানকে।

চলমান বিশ্বকাপে সপ্তমবারের মতো কোহলি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন। ৯ ইনিংস খেলা কোহলির ২টি সেঞ্চুরির সঙ্গে আছে ৫টি হাফ সেঞ্চুরি। সবমিলিয়ে ৫৯৪ রান করে এখনো পর্যন্ত চলমান বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক তিনিই।

এর আগে এই রেকর্ড ছিল শচীন ও সাকিবের দখলে। ২০০৩ বিশ্বকাপে ১০ ম্যাচ খেলে শচীন ১টি সেঞ্চুরি ও ৬টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন। সবমিলিয়ে সেই আসরে তার রানের সংখ্যা ছিল ৬৭৩। ২০১৯ বিশ্বকাপে শচীনের রেকর্ডে ভাগ বসান সাকিব আল হাসান। স্বপ্নের মতো একটি বিশ্বকাপ খেলে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৬০৬ রান করেছিলেন এই অলরাউন্ডার।

আজ তৃতীয় খেলোয়াড় হিসেবে এক আসরে সর্বাধিক ফিফটির রেকর্ডে বিরাট নিজেকে শামিল করলেন। তার সুযোগ রয়েছে শচীন এবং সাকিবকে ছাড়িয়ে যাওয়ার। কারণ, কমপক্ষে আরও একটি (সেমিফাইনাল) ম্যাচ পাবেন তিনি। ফাইনালে খেললে দুইটি ম্যাচ।

এসএইচ-১১/১২/২৩ (স্পোর্টস ডেস্ক)