বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের দল কাটিয়েছে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়। তামিম ইকবালের বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নিয়ে অনেক জল ঘোলা হয় সে সময়। বাংলাদেশ দল যেদিন দেশ ছাড়ে ঠিক সেদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তামিম ফাঁস করেন, ফিটনেস ইস্যু নয়, বরং বিসিবির আচরণে ক্ষুব্ধ হয়েই দল থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি। সন্দেহের তীরের নিশানায় কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান। অবশ্য আত্মপক্ষ সমর্থন করেন সাকিবও।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল যেদিন দেশ ছাড়ে, সেদিনই দেশের একটি বেসরকারি স্পোর্টস চ্যানেলে প্রচারিত হয় সাকিব আল হাসানের সাক্ষাৎকার। খোলামেলা সে সাক্ষাৎকারে বিশ্বকাপের দল গঠন নিয়ে ব্যাখ্যা হাজির কেন সাকিব। শুধু তাই নয়, এই সাক্ষাৎকার ছিল তামিম ইকবালের বাদ পড়া নিয়ে সাকিবের আত্মপক্ষ সমর্থন। এক সময়ের বন্ধু ও জাতীয় দলের সতীর্থ তামিমের খোলামেলা সমালোচনা করেন সাকিব। যা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গন দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।
বিশ্বকাপের আগে সাকিবের দেওয়া এই সাক্ষাৎকার দলের জন্য মঙ্গলজনক ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। এই সাক্ষাৎকার দলকে অস্বস্তিতে ফেলেছিল বলে মন্তব্য করেছেন তিনি।
ভারতের চেনা কন্ডিশনে খেলতে যাওয়ার আগে টাইগাররা আশার বেলুন ফুলিয়ে গিয়েছিল। কিন্তু বিশ্বকাপে চরম হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে। আফগানিস্তান ও শ্রীলঙ্কা ছাড়া কাউকেই হারাতে পারেনি। এমনকি আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসের কাছেও হারতে হয়েছে। অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে টাইগাররা।
দেশে ফেরা টাইগারদের সামনে নতুন চ্যালেঞ্জ। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। তবে এই সিরিজের আগে কোচিং প্যানেলে ব্যাপক পরিবর্তন আসছে। বিশ্বকাপে দলের সঙ্গে যাওয়া কোচদের মধ্যে শুধু চন্ডিকা হাথুরুসিংহেই বাংলাদেশে ফিরেছেন। বাকি সব কোচই ছুটি কাটাতে নিজ নিজ দেশে ফিরে গেছেন। কোচিং স্টাফদের মধ্যে হাথুরুসিংহে ও ফিল্ডিং কোচ নিক পোথাস ছাড়া বাকি সবার চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ নভেম্বর। এদের মধ্যে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এরই মধ্যে বিদায় নিয়েছেন। বাকিদেরও নতুন করে চুক্তি করার সম্ভাবনা কম।
এমন অবস্থায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর শুরু করছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বোলিং কোচের দায়িত্বে বিদেশি কাউকে দেখার সম্ভাবনা কম বলে জানিয়েছেন টিটু। নিউজিল্যান্ড সিরিজে বোলিং কোচের দায়িত্ব থাকবে দেশীয় কোচের হাতে- জানিয়েছেন টিটু।
এসএইচ-০৩/১৪/২৩ (স্পোর্টস ডেস্ক)