সেমিফাইনালে ভারতের পিচ ‘পরিবর্তন’ নিয়ে মুখ খুলল আইসিসি
চলমান বিশ্বকাপে স্বাগতিক ভারতকে নিয়ে সমালোচনা আগেও হয়েছে। বিশেষ করে মাঠের পিচ নিয়ে বিতর্ক ছিল পুরো বিশ্বকাপজুড়ে। পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটাররাও এ ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন। ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের আগেও ভারতের বিরুদ্ধে অভিযোগ ওঠে পিচ পরিবর্তনের।
আইসিসির প্রধান পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন এই ব্যাপারে সরাসরি অভিযোগ তোলেন আইসিসির কাছে। এমনকি তিনি ফাইনালের পিচ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। তার অভিযোগের ব্যাপারে আইসিসি এবার সরাসরি বিবৃতি দিয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার মতে, ম্যাচের আগে এমন পিচ পরিবর্তন হতেই পারে, এতে তেমন সমস্যার কিছুই নেই।
আইসিসি এ ব্যাপারে বলেছে, ‘এই ধরনের প্রতিযোগিতার শেষ দিকে পিচে বদল স্বাভাবিক ব্যাপার। আগেও এই ঘটনা দেখা গিয়েছে। আয়োজক দেশের যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠের পিচ প্রস্তুতকারকের পরামর্শে বদল হতে পারে। আইসিসির পিচ প্রস্তুতকারককে এই বিষয়ে জানানো হয়েছে। পিচ বদল হলে যে সেই পিচে খেলা ভালো হবে না তার কোনো কারণ নেই।’
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘কোন পিচে খেলা হবে সেই পিচ বেছে নেওয়া ও তার পর তা তৈরি করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সংস্থা ও সেই সংস্থার পিচ প্রস্তুতকারকের। এ ক্ষেত্রে সেই দায়িত্ব মুম্বাই ক্রিকেট সংস্থার।’
নিউজিল্যান্ড-ভারত সেমিফাইনালের আগ মুহূর্তে, ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল রিপোর্ট করেছিল, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে পিচে খেলার কথা ছিল, সেটি না করে ম্যাচের ঠিক আগ মুহূর্তে পিচ পরিবর্তন করা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছিল, প্রথমে স্টেডিয়ামের ৬ নম্বর পিচ নির্ধারণ করা হয়েছিল ম্যাচ খেলার জন্য। পরে আচমকা পরিবর্তন করে সেটি ৭ নম্বর পিচে নিয়ে যাওয়া হয়। কিন্ত এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
এসএইচ-১২/১৫/২৩ (স্পোর্টস ডেস্ক)