বিশ্বকাপের সময় কেন আলোচনায় এই আফগান তরুণী?

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। তবে সেই ম্যাচে আফগানিস্তানের তরুণী ওয়াজমা আইয়ুবী আবারও আলোচনায় এসেছেন। গেল এশিয়া কাপ চলাকালেও আলোচনায় এসেছিলেন এই তরুণী।

ওয়াজমা আইয়ুবী আফগানিস্তান দলের সমর্থক। চলতি বিশ্বকাপে তাকে আফগানিস্তানের ম্যাচগুলোতে দেখা গিয়েছে নিজের দলের সমর্থন করতে। তবে আফগানিস্তানের পাশাপাশি ভারতের ক্রিকেট দলের সমর্থন করতেও দেখা গেছে এই তরুণীকে। যার কারণেই বিশ্বকাপে বারবার আলোচনায় এসেছেন তিনি।

ভারতীয় ক্রিকেটারদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে দেখা গেছে আইয়ুবীকে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক পারফরম্যান্সের জন্য তিনি ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) আইয়ুবী লিখেছেন, ‘ওএমজি, ৭ উইকেট! কী প্রভাব এবং দারুণ একজন ক্রিকেটার।’ হ্যাশট্যাগ দিয়ে মোহাম্মদ শামির নাম লিখেছেন।

বিশ্বকাপ চলাকালীন সময়ে নিজ দেশ আফগানিস্তানকে সমর্থন করতে ভারতে আসেন আইয়ুবী। আফগানিস্তান দারুণ খেলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও স্বাগতিকদের সমর্থন করতে এখনো ভারতেই আছেন এই তরুণী।

২০২২ এর এশিয়া কাপে প্রথম আলোচনায় আসেন এই আফগান কন্যাকে। মাঠে তার দেখা মেলে আফগানিস্তানের পতাকা হাতে। তবে মাতৃভূমিতে থাকা হয় না আইয়ুবীর। কর্মসূত্রে থাকেন দুবাইয়ে। সেখানে কাজের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন পড়ালেখাও।

স্বাধীনচেতা আইয়ুবী থাকতে চাননি কারও অধীনস্থ হয়ে। তাই চাকরি ছেড়ে দিয়ে নিজেই হয়েছেন উদ্যোক্তা। ‘লেম্যান ক্লথিং’ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু করেন। দেশে-বিদেশে ঘুরে বেড়ানোর ঝোঁকও আছে তার।

এসএইচ-১৬/১৭/২৩ (স্পোর্টস ডেস্ক)