‘টাইমড আউট’সহ বিশ্বকাপের আলোচিত ৬টি বিষয়

দীর্ঘ প্রায় দেড় মাস পর গতকাল রবিবার পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। যেখানে ভারতকে কাঁদিয়ে রেকর্ড ষষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে কয়েকটি বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছে। যার মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথিউজের ‘টাইমড আউট’ও আছে। এমন আরও ৫টি নিয়েই এই আয়োজন।

‘টাইমড আউট’

ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে এবারের বিশ্বকাপেই প্রথম ‘টাইমড আউ ‘ দেখল ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শ্রীলংকান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে না পারায় আউটের আবেদন জানান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এমন আউটের নিয়ম থাকায় আম্পায়ারও উঁচিয়ে ধরেন আঙুল। যদিও এই আউটে ‘ক্রিকেটীয় চেতনা’ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে নিয়মের মধ্যে থাকায় আউটের পক্ষেও রায় দিয়েছেন সাবেক অনেক ক্রিকেটার।

আফগান রূপকথা

বিশ্বকাপে এই পর্যন্ত ৭টি আসরে অংশ্রগ্রহণ করলেও ৩টির বেশি ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। অথচ তৃতীয় বিশ্বকাপ খেলতে এসেই আসরে ৪টি জয় পেয়েছে আফগানিস্তান। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে হেরে শুরু করলেও বড় শক্তির দল কয়েকটি দলকেই হারায় হাশমতউল্লাহ শাহিদির দল। ইংল্যান্ডকে ৬৯ রানে হারানোর মধ্য দিয়ে তাদের এই মিশন শুরু হয়। এরপর পাকিস্তানকে ৮ উইকেটে হারায় তারা। শ্রীলংকা ও নেদারল্যান্ডসের বিপক্ষেও জয় পেয়েছে আফগানরা।

অতিমানবীয় ম্যাক্সওয়েল

ফাইনাল ম্যাচে আহামরি পারফরম্যান্স করতে না পারলেও এবারের টুর্নামেন্টে গ্লেন ম্যাক্সওয়েলকে মনে রাখতে বাধ্য হবেন ক্রিকেটপ্রেমীরা। নেদারল্যান্ডসের বিপক্ষে তার করা ৪০ বলের সেঞ্চুরিই টুর্নামেন্টে সবচেয়ে দ্রুতগতির। আর আফগানিস্তানের বিপক্ষে তার সেই ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি দর্শকদের চোখে লেগে থাকবে বহুদিন। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা দলকে জেতান ২০১ রানের অতিমানবীয় ইনিংস খেলে। এটিকে ‘ওয়ানডের সর্বকালের সেরা ইনিংস’ও বলেছেন অনেকে।

ওয়ানডে ‘কিং’ কোহলি

এবারের বিশ্বকাপেই শচীন টেন্ডুলকারের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি পেরিয়ে ৫০তম সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড গড়েন কোহলি। আসরে ব্যাট হাতে আগুনে ফর্মে ছিলেন ওয়ানডে ক্রিকেটের ‘রাজা’। ১১ ইনিংসে প্রায় একশ গড়ে করেছেন ৭৬৫ রান। ২০০৩ সালে শচীনের করা ৬৭৩ রান ছাড়িয়ে এটিই এখন বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান।

মান রাখতে পারেনি পাকিস্তান

বিশ্বকাপ শুরু হওয়ার আগে ক্রিকেটের সাবেক অনেক তারকাই সেমিফাইনালের চার দল কারা হতে পারে সেই ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছেন। তাদের মধ্যে বেশিরভাগই রেখেছিলেন পাকিস্তানকে। তবে টুর্নামেন্টে নিজেদের সেই নামের প্রতি সুবিচার করতে পারেনি দলটি। বিশ্বকাপের আগে, পাকিস্তানের পেস বোলিং লাইনআপকে অন্যতম ভয়ংকর হিসেবে বিবেচনা করা হতো। তবে টুর্নামেন্টে তারা ছিল নখদন্তহীন বাঘের মতো।

চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বেহাল দশা

ফুটবল বিশ্বকাপের বিগত কয়েকটি আসর লক্ষ করলে দেখা যায়, আগেরবার চ্যাম্পিয়ন হওয়া দল বাদ পড়ে গ্রুপপর্বেই। তবে ক্রিকেটে এমন খুঁজে পাওয়া যায় না। তবে ইংল্যান্ডের এবারের খেলায় মনে পড়ে ফুটবলের স্মৃতিই। প্রথম সাত ম্যাচের মাত্র ১টিতে জিতে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় জস বাটলারের দল। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাটলারও। ৯ ম্যাচে মাত্র ১৩৮ রান করেন তিনি। অথচ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ২৬৯ রান করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন এই বাটলার।

এসএইচ-১৩/২০/২৩ (স্পোর্টস ডেস্ক)