হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারের কার্যক্রম শুরু

দীর্ঘ ১৩ মাস পর আবারও দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে ভারত থেকে আসা যাত্রীদের নিয়ে আশঙ্কায় আছেন এলাকাবাসী।

রোববার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী।

সেকেন্দার আলী জানান, দীর্ঘদিন ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধের পর আজ সকাল থেকে আবারও এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম শুরু হয়েছে।

হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম জানান, ভারত এবং বাংলাদেশে আটকে থাকা পাসপোর্ট ধারী যাত্রী পারাপারের কার্যক্রম শুরু হয়েছে।

তবে ভারত থেকে আসা যাত্রীদের হিলির বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের হোমকোরেন্টাইনে রাখা হবে। ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে থাকার পর তাদের ছেড়ে দেওয়া হবে। কোয়ারান্টাইনের থাকা সকল যাত্রীদের খাদ্য সামগ্রীসহ সব চাহিদা পূরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএইচ-১৫/১৬/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)