পরীমনিকে রিমান্ডে দেয়া বিচারকের ক্ষমা চাওয়া!

পরীমনিকে

জি. এম. মুরতুজা: পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড নেয়ার আদেশ দেয়া অধস্তন আদালতের দুই বিচারক হাইকোর্টে ক্ষমা চেয়েছেন। এর আগে হাইকোকোর্ট পরীমনিকে কেন দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে নেয়ার আদেশ দেয়া হলো কেন- তার কৈয়ফত এবং নথি তলব করেছিলেন অধস্তন আদালতের দুই বিচারকের কাছে।

হাইকোর্টের কাছে অধস্তন আদালতের দুই বিচারকের ক্ষমা চাওয়ার মাধ্যমে এটাই প্রমানিত হচ্ছে যে, তারা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড নেয়ার আদেশ দিয়ে ভুল করেছিলেন অথবা কোন পক্ষের মাধ্যমে এই আদেশ দিতে প্রভাবিত হয়েছিলেন। আবার এটাও প্রমানিত হচ্ছে যে, পরীমনিকে নিছক হয়রানী করা অথবা অন্য কোন স্বার্থসিদ্ধির জন্য দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে নেয়া হয়েছিল।

পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে চাওয়া কর্তৃপক্ষ এবং রিমান্ড মঞ্জুর করা বিচারকদ্বয়ের বিরুদ্ধে রাষ্ট্রের উচিত যথাযথ ব্যবস্থা নেয়া। অন্যথায় অন্য নাগরিকের বিরুদ্ধেও এমন ঘটনা ঘটতে থাকবে, যা কারো কাম্য নয়। কেননা আইন প্রয়োগকারী সংস্থাসমুহের এবং আদালতের কাছে সকল নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু পরীমনির বেলায় এর ব্যাতয় ঘটেছে।