শিক্ষা প্রতিষ্ঠান কি কৌশলে বন্ধ করে দেয়া হলো?

জি. এম. মুরতুজা: সরকারী প্রজ্ঞাপনে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। আর স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। অথচ গতকালও শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি এখনো চিন্তা করা হচ্ছে না।

জনমনে প্রশ্ন- শাবিপ্রবি-এর ছাত্র আন্দোলন যাতে দেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে না পড়ে সেজন্যই কি শিক্ষা প্রতিষ্ঠান কৌশলে বন্ধ করে দেয়া হলো! আর ২ সপ্তাহের বন্ধ আবার ২ বছরে গিয়ে ঠেকবে নাতো?

বি:দ্র: বানিজ্য মেলা কিন্তু যথারীতি খোলা আছে! ১০০ জন নিয়ে সব ধরনের সভা সমাবেশ করা যাবে!