জি. এম. মুরতুজা: আমাদের সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অঙ্গীকারাবদ্ধ, যার মূল হাতিয়ার নিরিবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। কিন্তু একজন মন্ত্রী (যার মন্ত্রীত্বের সাথে প্রযুক্তির কোন সম্পৃক্ততা নেই) যখন বলে বসেন রাত ১২ টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত, তখন কি উনি বুঝতে পারেন- তিনি সরকারের অঙ্গীকারের বিরুদ্ধে কথা বলছেন!
নাকি সরকারের গোপন ইচ্ছার কথাই উনার মু্খ থেকে বেরিয়ে পড়েছে?
আমাদের মন্ত্রীরাতো আবার নিজের গন্ডির বাইরে কথা বলাতে বেশ পটু!